এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। নতুন সিরিয়াল (New Serial) হয়েও অল্পদিনেই দর্শকদের মনে একেবারে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে দত্ত বাড়ির বৌমা পর্ণা। ধারাবাহিকে এই পর্ণা (Parna) চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী পল্লবী শর্মাকে। আর তাঁর বিপরীতে নায়ক সৃজনের (Srijon) চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাসকে।
দর্শকদর কাছে এরইমধ্যে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে পর্দার এই মিষ্টি জুটি। তাঁদের দুজনেরই সাবলীল অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। সৃজন পর্ণা ছাড়াও ইতিমধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয় সৃজনের মা কৃষ্ণা। যিনি সবার কাছে ‘বাবুউউর মা’ বলেই বেশি পরিচিত। অন্যদিকে মা নেওটা সৃজনকে দর্শকদের মধ্যে কেউ ‘ভ্যাঁড়া’ তো কেউ ‘মেনিমুখো’র তকমা দিয়েছেন।
এই মুহূর্তে এই সিরিয়ালে দেখা যাচ্ছে একের পর এক দুর্দান্ত সব পর্ব। এমনিতে ‘বাবুউউর মা’ পর্ণাকে জব্দ করতে কোনো সুযোগই হাতছাড়া করে না। আর পর্ণাও একেবারে বুদ্ধির জোরে মোক্ষম জবাব দিয়ে উচিত শিক্ষা দিচ্ছে নিজের দজ্জাল শাশুড়িকে। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন সরাসরি বললে কেউ মানবে বলে বেশ বুদ্ধি করেই দত্ত বাড়িতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে সেরা জুটির শুটিং করার ব্যবস্থা করেছে পর্ণা।
সেখানেই দত্তবাড়ির বিভিন্ন বয়সী জুটিদের মালা পরানো থেকে শুরু করে নাচ গান করার মতো মজার সব খেলায় অংশ নিতে দেখা গিয়েছে। তবে এদিন ভরা মঞ্চে সবাইকে অবাক করে দিয়ে ‘মানে টা কি?’ অর্থাৎ সৃজনের জেঠু স্বরচিত কবিতা পাঠ করে শোনান। যা শুনে প্রথমে নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন দত্ত বাড়ির সদস্যরা।
এদিনের প্রতিযোগিতায় জুটিদের মধ্যে আঙুর খাওয়ার মজার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই খেলায় যেমন সৃজনের জেঠু জেঠি অংশ নিয়েছিলেন তেমনি দেখা গিয়েছিল সৃজনের মা বাবাকে। এছাড়াও খেলেছিল চয়নের দাদা বৌদি। কিন্তু যখন সৃজন পর্ণার পালা আসে তখন বাবুর মায়ের চোখ মুখ দেখার মতো ছিল। তিনি তো এই খেলাকেই অসভ্য খেলা বলে দেন।