• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এমা ছি ছি এ কি অসভ্য খেলা! সৃজন-পর্ণার আঙুর খাওয়া দেখে চোখ কপালে ‘বাবুউউউ’র মায়ের

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial)  দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। নতুন সিরিয়াল (New Serial) হয়েও অল্পদিনেই দর্শকদের মনে একেবারে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে দত্ত বাড়ির বৌমা পর্ণা। ধারাবাহিকে এই পর্ণা (Parna) চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী পল্লবী শর্মাকে। আর তাঁর বিপরীতে নায়ক সৃজনের (Srijon) চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাসকে।

দর্শকদর কাছে এরইমধ্যে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে পর্দার এই মিষ্টি জুটি। তাঁদের দুজনেরই সাবলীল অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। সৃজন পর্ণা ছাড়াও ইতিমধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয় সৃজনের মা কৃষ্ণা।  যিনি সবার কাছে ‘বাবুউউর মা’ বলেই বেশি পরিচিত। অন্যদিকে মা নেওটা সৃজনকে দর্শকদের মধ্যে কেউ ‘ভ্যাঁড়া’ তো কেউ ‘মেনিমুখো’র তকমা দিয়েছেন।

   

Neem Phuler Modhu, Neem Phuler Modhu Parna Babur Maa

এই মুহূর্তে এই সিরিয়ালে দেখা যাচ্ছে একের পর এক দুর্দান্ত সব পর্ব। এমনিতে ‘বাবুউউর মা’ পর্ণাকে জব্দ করতে কোনো সুযোগই হাতছাড়া করে না। আর পর্ণাও একেবারে বুদ্ধির জোরে মোক্ষম জবাব দিয়ে উচিত শিক্ষা দিচ্ছে নিজের দজ্জাল শাশুড়িকে। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন সরাসরি বললে কেউ মানবে বলে বেশ বুদ্ধি করেই দত্ত বাড়িতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে সেরা জুটির শুটিং করার ব্যবস্থা করেছে পর্ণা।
বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,নতুন সিরিয়াল,New Serial,পর্ণা,Parna,সৃজন,Srijon,সেরা জুটি,Sera Juti,ভ্যালেন্টাইন্স ডে,Valentine's Day
সেখানেই দত্তবাড়ির বিভিন্ন বয়সী জুটিদের মালা পরানো থেকে শুরু করে নাচ গান করার মতো মজার সব খেলায় অংশ নিতে দেখা গিয়েছে। তবে এদিন ভরা মঞ্চে সবাইকে অবাক করে দিয়ে ‘মানে টা কি?’ অর্থাৎ সৃজনের জেঠু স্বরচিত কবিতা পাঠ করে শোনান। যা শুনে প্রথমে নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিলেন দত্ত বাড়ির সদস্যরা।
বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,নতুন সিরিয়াল,New Serial,পর্ণা,Parna,সৃজন,Srijon,সেরা জুটি,Sera Juti,ভ্যালেন্টাইন্স ডে,Valentine's Day
এদিনের প্রতিযোগিতায় জুটিদের মধ্যে আঙুর খাওয়ার মজার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই খেলায় যেমন সৃজনের জেঠু জেঠি অংশ নিয়েছিলেন তেমনি দেখা গিয়েছিল সৃজনের মা বাবাকে। এছাড়াও খেলেছিল চয়নের দাদা বৌদি। কিন্তু যখন সৃজন পর্ণার পালা আসে তখন বাবুর মায়ের চোখ মুখ দেখার মতো ছিল। তিনি তো এই খেলাকেই অসভ্য খেলা বলে দেন।