• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেলিপাড়ায় বিয়ের সানাই, সাত পাকে বাঁধা পড়ছেন রুবেল-শ্বেতা! দিনক্ষণ জানালেন অভিনেতা নিজেই

Published on:

Neem Phooler Madhu Srijan AKA Rubel Das opens up about health condition and personal life

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন রুবেল দাস (Rubel Das)। বহু হিট ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে নায়ক সৃজনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। যদিও এখন বাড়ি বসেই শ্যুটিং করতে হচ্ছে অভিনেতাকে। পা ভাঙার পর থেকে শ্যুটিং ফ্লোরে যেতে পারছেন না তিনি।

কয়েকদিন আগে ‘নিম ফুলের মধু’র শ্যুটিং করতে গিয়ে পায়ে বিরাট চোট পান রুবেল। দু’পায়ে প্লাস্টার করতে হয় অভিনেতার। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ মতো ঘরবন্দি রয়েছেন অভিনেতা। যদিও তাই বলে রুবেলের কাজ কিন্তু থেমে নেই। বাড়ি বসেই সিরিয়ালের শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি কাজের ফাঁকেই এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন অভিনেতা। সেখানে কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- সব কিছু নিয়ে কথা বলেন রুবেল।

Rubel Das, Rubel Das interview

এখন শরীর কেমন আছে (Health Condition) জিজ্ঞেস করায় ‘নিম ফুলের মধু’র সৃজন বলেন, ‘পায়ে প্লাস্টার আছে। সেই জন্য হাঁটতে চলতে পারছি না। তবে এর মধ্যেই পায়ের প্লাস্টার খোলা হবে। এখন অল্প অল্প করে পায়ের কিছু এক্সারসাইজ করার চেষ্টা করছি’।

দু’পায়ে চোট থাকলেও রুবেলের কাজ কিন্তু থেমে থাকেনি। অভিনেতা জানান, সপ্তাহে তিনদিন ইউনিট তাঁর বাড়ি আসছে। সেখানেই শ্যুটিং চলছে। ‘নিম ফুলের মধু’র কাহিনীতে নতুন টুইস্ট আনার কথা ভাবছিলেন নির্মাতারা। তবে নায়ক এখন বাড়ি বসে যাওয়ায় অন্যভাবে গল্প সাজাতে হচ্ছে। তবে রুবেল বাড়ি থেকে কাজ করলেও দর্শকদের ভালোবাসা কিন্তু এখনও অটুট আছে। টিআরপি তালিকাতেও ভালো পারফর্ম করছে ধারাবাহিক।

Srijan actor Rubel Das reaction on Neem Phooler Madhu TRP result

সাম্প্রতিক অতীতে বাংলা টেলি দুনিয়ার একাধিক তারকা ওটিটি-বড়পর্দায় ডেবিউ করেছেন। রুবেলের প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যেরও (Sweta Bhattacharya) টলিউড অভিষেক হয়ে গিয়েছে। রুবেলের কাছে কি কোনও অফার এল? অভিনেতা সাফ জানান,’সেভাবে না। আমার মনে হয়, (ধারাবাহিক চলাকালীন) কেন্দ্রীয় চরিত্রদের কাছে এমন প্রস্তাব খুব একটা আসে না। কারণ আমাদের একটা চুক্তি থাকে, মেগা সিরিয়াল করা মানে অনেকটা সময় দিয়ে হয়। মাঝে সিনেমা বা ওটিটির অফার পেলেও কাজ করার সময় পাওয়া যায় না’।

Rubel Das and Sweta Bhattacharya, Rubel Das and Sweta Bhattacharya love story

রুবেল আরও জানান, এই মুহূর্তে তাঁর প্রথম কমিটমেন্ট হল ‘নিম ফুলের মধু’। সিরিয়াল যতদিন চলবে ততদিন সেই কাজেই নিজের ১০০% দেবেন তিনি। এরপর অন্য কোনও প্রোজেক্টে মন দেবেন। তবে এ তো নাহয় গেল কর্মজীবনের কথা। ব্যক্তিগত জীবনে কী চলছে? কবে বিয়ের প্ল্যানিং করছেন রুবেল-শ্বেতা? কোনও রাখঢাক না করে অভিনেতা সাফ জানান, ‘ইচ্ছা তো আছে, অবশ্যই বিয়ে করবো। তবে এখন না। এই বছরটা যাক, আগামী বছর একটা প্ল্যান করছি। তারপর পরিস্থিতি দেখা যাক, তবে করবো তো বটেই। আজ না হোক কাল, এটুকু বলতেই পারি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥