• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোকের বাড়ি কাজ করে বড় করেছে মা! ‘দাদাগিরি’র মঞ্চে কেঁদে ফেললেন ‘নিম ফুলের মধু’ নায়ক রুবেল

Rubel Das Life Story: সন্তানকে বড় করতে প্রত্যেক মা-বাবাই হাজার হাজার বলিদান দেন। মা-বাবার সেই ঋণ কখনও শোধ করতে পারে না ছেলেমেয়েরা। সম্প্রতি যেমন ‘দাদাগিরি’র মঞ্চে উঠে এল ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) নায়ক রুবেল দাসের (Rubel Das) জীবনকাহিনী। অভিনেতাকে বড় করতে তাঁর মা কত সংগ্রাম করেছেন শুনে চোখে জল চলে আসে সেটে উপস্থিত অনেকের।

গত ৬ অক্টোবর থেকে জি বাংলার পর্দায় ‘দাদাগিরি’র (Dadagiri) নতুন সিজনের সম্প্রচার শুরু হয়েছে। শনিবার সৌরভের শোয়ে খেলতে এসেছিল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের কলাকুশলীরা। সেখানেই পর্দার সৃজনকে একটি সারপ্রাইজ দেন ‘মহারাজ’। সেখানে দেখা মেলে অভিনেতার মায়ের (Rubel Das Mother)। জন্মদাত্রীর মুখে অতীতের সংগ্রামের কাহিনী শুনে চোখে জল চলে আসে রুবেলের।

   

Rubel Das mother, Rubel Das crying, Rubel Das in Dadagiri

রুবেলরা দুই ভাই। ‘নিম ফুলের মধু’ অভিনেতার দাদা আছে। তাঁরা যখন ছোট ছিলেন, তখনই চাকরি চলে যায় তাঁদের বাবার। সংসারের হাল ধরতে সেলাইয়ের কাজ শুরু করেন অভিনেতার মা। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বড় করেন দুই ছেলেকে।

রুবেলের মা বলেন, তাঁর ছোট ছেলের স্বপ্ন ছিল ডান্সার হওয়ার। সেই লক্ষ্য নিয়েই ‘ডান্স বাংলা ডান্স’এ অংশগ্রহণ করেন রুবেল। নিজের প্রতিভার জোরে জিতে নেন সেই শো। এরপর পাড়ি দেন মুম্বই। মায়ানগরীর খরচ চালাতে গিয়ে লোকের বাড়ির রান্না থেকে শুরু করে আয়ার কাজ- সব কিছু করেছিলেন অভিনেতার মা। ছোট ছেলের স্বপ্ন পূরণে যাতে কোনও খামতি না থেকে যায় তা সুনিশ্চিত করেছিলেন তিনি।

Rubel Das mother, Rubel Das crying, Rubel Das in Dadagiri

‘দাদাগিরি’ মঞ্চে মায়ের এই ভিডিও দেখে চোখে জল চলে আসে ‘নিম ফুলের মধু’ নায়কের। তখন আরও একটি সারপ্রাইজ দেন সৌরভ। স্টেজে পা রাখেন রুবেলের মা কৃষ্ণা দাস। এসে দাঁড়ান ছেলের পাশে। মা-কে পাশে নিয়ে রুবেল বলেন, ‘মায়ের বলিদান আমি বলে শেষ করতে পারবো না। প্রত্যেক মায়েরই আত্মত্যাগ থাকে, কিন্তু আমার কাছে একটু বিশেষ কারণ যে সময়টা বাবাকে খুব দরকার ছিল সেই সময়টা বাবা ছিল না। আমাকে আর আমার দাদাকে মা মানুষ করেছে। আমার দাদাও সেই সময় বাবার মতো পাশে ছিল। সব সময় বলেছে, তুই লড়ে যা, তুই তোর স্বপ্নের পিছনে ছুটতে থাক, আমি আছি তোর পাশে’।

প্রসঙ্গত, ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ডেবিউ করেন রুবেল। এরপর ‘বাঘ বন্দি খেলা’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তবে অভিনেতার ভাগ্যের চাকা ঘুরে যায় ‘যমুনা ঢাকি’তে কাজ করার পর। এই সিরিয়ালে অভিনয় করতে গিয়েই তাঁর আলাপ হয় প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে। এখন জি বাংলারই ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ‘সৃজন’ চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে।

site