• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফাটিয়ে দিয়েছে পর্ণা! বাবুর মাকে সঙ্গে নিয়েই জমিয়ে করল ফ্যাশন শো, দত্ত বাড়িতে দারুন চমক

Published on:

Neem Phooler Madhu serial Parna's fashion show with Dutta family

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের নায়িকা পর্ণার তুখোর অভিনয় ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকের নায়ক নায়িকার সৃজন-পর্ণা (Srijan-Parna) জুটির রসায়ন দারুন পছন্দ দর্শকদের। এই অল্প সময়ের মধ্যেই এই মিষ্টি জুটিটাকে দুহাত ভরে ভালোবাসা দিচ্ছেন সকলেই।

তবে অসুস্থতার কারণে এই মুহূর্তে সিরিয়ালে দেখা যাচ্ছে না এই সিরিয়ালের নায়ক সৃজনকে। কিছুদিন আগেই শুটিং করতে গিয়ে  দুর্ঘটনার মুখে পড়েছিলেন সিরিয়ালের নায়ক সৃজন অভিনেতা রুবেল দাস। তবে পেশাদারিত্বের খাতিরে এখন বাড়ি বসেই শুটিং করছেন অভিনেতা। অন্যদিকে সাংবাদিকতার পাশাপাশি এখন চুটিয়ে শাড়ির ব্যবসা করছে পর্ণা। তবে এই মুহূর্তে সৃজন তার পাশে থাকতে না পারলেও পাশে দাঁড়িয়েছে গোটা দত্ত বাড়ি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,বাবুর মা,Babur Maফ্যাশন শো,Fashion Show,দত্ত বাড়ি,Dutta House

তাই বাড়ির সবাইকে সঙ্গে নিয়েই জগু দাদার দেখানো পথ অনুসরণ করেই নতুন নতুন শাড়ি তৈরী করছে পর্ণা। শাড়ি তৈরী করে ইতিমধ্যেই তা অনলাইনে বিক্রির ব্যবস্থাও করে ফেলেছে সে। শুরুতেই দারুন সারা পাওয়ার পাশাপাশি শুরু হয়ে গিয়েছে বিক্রিও। তাই এই শাড়ির ব্যবসা নিয়েই নতুন করে আশায় বুক বেঁধেছেন দত্ত বাড়ির সদস্যরা।

আর তাই ব্যবসাটাকে আরও বড় করতে এবার বাড়িতে নিজেদের হাতে তৈরি এই শাড়ি নিয়েই ফ্যাশন শো করতে চলেছে পর্ণা। আর এই ফ্যাশন শোতে কোন নামিদামি মডেল নয় মডেল হচ্ছেন দত্ত বাড়িরই সমস্ত সদস্যরা। পর্ণার এই বিচার কথা শুনে প্রথমে জেঠু ‘ধ্যাষ্টামো’ হচ্ছে বলে ধমক দিলেও পরে ঠাম্মার কথাতেই একে একে এগিয়ে আসে সবাই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,বাবুর মা,Babur Maফ্যাশন শো,Fashion Show,দত্ত বাড়ি,Dutta House

আজকের পর্বেই দেখা গিয়েছে দত্তবাড়িতে এই ফ্যাশন শোয়ের বিরাট তোড়জোড় চলছে। অন্যদিকে তিন্নি আর তার দিদি মৌমিতা নতুন করে পর্ণাকে ফাঁসানোর ফন্দী আঁটছে। তবে জি বাংলার তরফে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়েছে দত্ত বাড়ির বৌমা পর্ণার ফ্যাশন শোয়ের আগাম ঝলক। যা দেখে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় মুড়িয়ে দিয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥