• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দত্ত বাড়িতে গোয়েন্দা গিন্নি, ঈদের মরশুমে বেগম রূপে পর্ণা! ফাঁস ‘নিম ফুলের মধু’র আগাম ট্র্যাক

Published on:

Zee Bangla Neem Phooler Madhu Parna Dresses as Begam to Save Chotka New Promo Video Viral

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের নায়িকা পর্ণার (Parna) সাথে তার শাশুড়ি কৃষ্ণার উঠতে-বসতে ঝগড়া লেগেই থাকে। যার অন্যতম কারণ পর্ণার সবকিছুতে আগ বাড়িয়ে সমস্যার সমাধানে এগিয়ে যাওয়া।

যার জন্য ইতিপূর্বে বহুবার শাশুড়ির সাথে ঝামেলার মুখে পড়েছে পর্ণা। যদিও এখন সৃজনও মাঝেমধ্যে পর্ণার হয়ে কথা বলে নিজের মায়ের সাথে। যা দেখে সকলেই বলছেন ধীরে ধীরে বাবু সৃজন একটু হলেও মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে। তবে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই ধারাবাহিকের প্রায় প্রত্যেক সপ্তাহেই চলে টান টান উত্তেজনার পর্ব।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,লখনউ,Lucknow,নতুন প্রমো,New Promo

এই কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছে প্রচন্ড গরমে বাড়ির মেয়ে বউদের নাইটি পরা নিয়ে তুলকালাম কান্ড। আর এবার দত্ত বাড়ির তারকাটা বৌমা পর্ণা ছোটকাকে বাঁচানোর জন্য একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে গোয়েন্দাগিরি করতে। পুলিশ ঠিকমতো তদন্ত করছে না দেখে এবার সে নিজেই ঠিক করেছে ছোটকাকে বাঁচাতে এই কেসের তদন্ত সে নিজেই করবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,লখনউ,Lucknow,নতুন প্রমো,New Promo

এরইমধ্যে এসে গিয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে গরাদের পিছনে থাকা পর্ণাকে বলছে তাকে বাঁচানোর জন্য। এরপর পর্ণা সৃজনসহ নিজের দলের সদস্যদের সাথে আলোচনা করে ঠিক করে ছোটকাকে বাঁচাতে এবার তারা লখনউ যাবে। আর তার জন্য আরো একবার ধারাবাহিকের ছদ্মবেশ নিতে চলেছে সৃজন-পর্ণারা।

তাই গত সপ্তাহেই বৃদ্ধ সাজার পর এবার বাইজি সাজতে চলেছে পর্ণা। যা দেখে সোশ্যাল মিডিয়ায় পর্ণাকে বহুরূপী বলে শুরু হয়েছে কটাক্ষ। আসলে ধারাবাহিকের শুরু থেকে বাস্তবতার মোড়কে বিভিন্ন ঘরোয়া বিষয় দেখানো হয় এই সিরিয়ালে। তাই এই সিরিয়ালের অনুরাগীরা কথায় কথায় নিম ফুলের মধুকে বাস্তববাদী সিরিয়াল বলে থাকেন। আর এবার সুযোগ মিলতেই এই সিরিয়ালে কথায় কথায় ছদ্মবেশ নেওয়ার বিষয়টা নিয়েই গাঁজাখুরি গল্প বলে ট্রোল করছেন দর্শকরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,লখনউ,Lucknow,নতুন প্রমো,New Promo

এমনই একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছেন ‘এটা কোনো কথা হলো,কথায় কথায় বাস্তববাদী সিরিয়াল বলে লাফালাফি করে আর এদিকে আবার ছদ্মবেশ। আচ্ছা মানছি যে এটা ধারাবাহিক, গল্পের স্বার্থে এরা গল্পের গরু গাছে ওঠাই। কিন্তু এভাবে? দেশে আইন, পুলিশ,গোয়েন্দা এদের এভাবে ছোটো করে সিরিয়ালের নায়ক- নায়িকাকে বড় করা এটা সিরিয়ালেই সম্ভব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥