• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাথরুমে রোম্যান্সের পর রাতে খাট ভাঙল সৃজন-পর্ণা! ‘বাবুউউ’র কান্ড দেখে মাথায় হাত কৃষ্ণার

Published on:

Neem Phuler Madhu Srijan Parna breaks bed at night Krishna comes running

ইদানিং বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। অত্যন্ত জনপ্রিয় এই সিরিয়ালে নায়িকা পর্ণা চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী পল্লবী শর্মা। আর নায়ক সৃজনের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাসকে।

যৌথ বনেদি পরিবারের বৌমা পর্ণা আজকের যুগের মেয়ে হয়েও বাকিদের থেকে বেশ আলাদা সে। পাঁচ জনের সংসারে এসে শুরু থেকেই সবার সাথে মানিয়ে চলার চেষ্টায় কোনো ত্রুটি নেই তাঁর। সেই সাথে সংসার সামলানোর পাশাপাশি করছে সাংবাদিকতার চাকরিও। যা নিঃসন্দেহে আজকের দিনে যে কোনো মেয়ের কাছে অনুপ্রেরণা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,নতুন চমক,New Twist,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন বিয়ের পর থেকে শাশুড়ি অর্থাৎ ‘বাবুউর মা’ কৃষ্ণা আর বড় জা মৌমিতা আর তার বোন তিন্নি সারাক্ষণ কোনো না কোনো ষড়যন্ত্র করেই চলেছে। পর্ণাকে সৃজনের থেকে আলাদা করতে বাবুর মা মৌমিতার সাথে যুক্তি করে ইতিমধ্যেই পর্ণাকে এক কঠিন ব্রত করার জন্য রাজি করিয়েছে। এই ব্রত করার জন্য পর্ণাকে শর্ত দেওয়া হয়েছে একবছর তাকে ব্রহ্মচারী ব্রত পালন করতে হবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,নতুন চমক,New Twist,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আর তাই একবছর সে সৃজনের সাথে স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারবে না। অন্যদিকে আবার বাবুর অর্থাৎ সৃজনের এখন ছোট্ট বাবু চাই। একথা পর্ণাকে জানিয়ে ইতিমধ্যেই তাঁকে কাছে টানার চেষ্টাও করেছে বাবু। কিন্তু ওদিকে পর্ণা যে বাবুর মাকে কথা দিয়েছে সে একবছর বাবুর কাছাকাছি আসবে না। তাই সবমিলিয়ে এখন এক অদ্ভুত ধর্মসঙ্কটে পড়েছে পর্ণা।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে সৃজনকে। যা দেখে দর্শকদের দাবি বাবু এবার ছোট্ট বাবু আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। এরপরেই দেখা যায় সৃজন পর্ণা খাটে শুতেই খাট ভেঙে যায়।

ওদিকে শব্দ শুনে ছুতে এসেছে বাবুর মা। আর এসেই তিনি এমন চিৎকার জুড়ে দেন যে শেষমেষ দরজা খুলতে বাধ্য হয় পর্ণা। এরপর বাড়ির সবাই ঘরে ঢুকে পড়ে লজ্জায় লাল যায় বাবু আর বাবুর বৌ দুজনেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥