• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন্নি রানীর থেকে অনেক সুন্দরী! বটুসোনার স্ত্রী দশ গোল দেবেন রচনা বন্দোপাধ্যায়কেই

Published on:

Neem phooler Madhu serial Botu Sona actor Pradip Dhar's real life wife

বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত পরিচিত একজন অভিনেতা হলেন প্রদীপ ধর (Pradip Dhar)।  দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তিনি। দীর্ঘদিনের অভিনয় জীবনে কখনও খল চরিত্র আবার  কখনও মজার  চরিত্রে কিংবা সাদামাটা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। তবে সম্প্রতি জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নীম ফুলের মধু’ (Neem Phooler Madhu) -তে তাঁর  অভিনীত বটব্যালের চরিত্রটি দারুন সারা ফেলেছে দর্শকমহলে।

তবে এই সিরিয়ালের হাত ধরে দর্শকদের কারও কাছে তিনি তিন্নি রানীর ‘বটু সোনা’ তো কারও কাছে দত্ত পরিবারের ‘ফুল মাসি’ নামে পরিচিত। পর্দায় আদ্যপান্ত দুঁদে  খলনায়কের চরিত্রটিকে তিনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন টিভির পর্দায়। সদ্য এই অভিনেতাই নিজের স্ত্রীর সাথে এসেছিলেন দিদি নাম্বার ওয়ান (Didi No 1) -এর মঞ্চে। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির অভিনেতা স্ত্রী স্বর্ণালী চ্যাটার্জী ধরকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন সকালে।

বাংলা সিরিয়াল,Bangla Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,তিন্নি,Tinni,বটুসোনা,Botusona,প্রদীপ ধর,Pradip Dhar,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee

এই বয়সেও তিনি যেভাবে নিজেকে মেইন্টেন করেন তা সত্যিই অবাক করার মতো। এদিন  অভিনেতার স্ত্রীর স্থির প্রশংসা শোনা গেল খোদ দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) মুখেও। তবে পর্দায় বটব্যাল সারাক্ষণ পর্ণা-সৃজনের জীবন বিষিয়ে তুললেও অতীতে অভিনেতার জীবনে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা।

যার ফলে তার বর্তমান স্ত্রীর সাথে বিয়ে তো দূরের কথা, সম্পর্কটা জোড়ার আগেই নাকি ভাঙতে বসেছিল। পর্দার বটু সোনার সেই সিক্রেট শুনে দিদি নাম্বার ওয়ানের সেটে  পস্থিত সকলেই ফেটে পড়েছিলেন হাসিতে। এদিন অভিনেতা প্রদীপ ধর জানান তার স্ত্রীকে যখন পছন্দ হয়েছিল তখন তিনি অন্য একজনের মাধ্যমে তার মনের কথা স্ত্রীকে পাঠাতে চেয়েছিলেন।  কিন্তু ওই ব্যক্তি অভিনেতার মনের কথা না জানিয়ে নিজের মনের কথা জানিয়েছিলেন স্বর্ণালীকে।

যদিও সেই প্রস্তাব তখন কোন কাজে লাগেনি। কারণ বর্তমানে তারা ১৪ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন। তবে সেদিন যে ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছিলেন তার জন্য দিন বিশেষ বার্তা দিয়ে এদিন অভিনেতা বলেন ‘আমি চাই তিনি এই এপিসোড দেখুন এবং একটু লজ্জা পান নিজে কাজের জন্য!’ এদিন অভিনেতার কথা শুনে হেসে গড়িয়ে  পড়েছিলেন খোদ রচনা বন্দোপাধ্যায়ও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥