এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। জি বাংলার (Zee Bangla) পর্দায় এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। তবে এর মধ্যেই দর্শকমনে বিশেষ স্থান অর্জন করে নিয়েছেন সৃজন, পর্ণা (Parna), ‘বাবুউউর’র মা তথা কৃষ্ণা সহ সম্পূর্ণ দত্তবাড়ির (Dutta Family) সদস্যরা। বাস্তবভিত্তিক কাহিনী দেখিয়ে আদায় করে নিয়েছে দর্শকদের প্রশংসা।
‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, এই ধারাবাহিকে যৌথ পরিবারের কাহিনী দেখানো হচ্ছে। বিয়ের পর দত্তবাড়িতে এসে আধুনিকা পর্ণা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তাই দেখানো হচ্ছে এখানে। এখন যেমন সিরিয়ালে বাড়ি ভাগের ট্র্যাক দেখানো হচ্ছে। বাস্তব জীবনের চিত্র নিপুণভাবে তুলে ধরে ফের একবার সকলকে মুগ্ধ করেছে এই সিরিয়াল।
ধারাবাহিকে কয়েকদিন আগেই দেখানো হয়েছে, তিন্নির সঙ্গে সৃজনের বিয়ে দেওয়া নিয়ে বাড়িতে একেবারে তুলকালাম কাণ্ড হয়েছে। অনেক ঝামেলার পর শেষমেষ দত্ত বাড়ি ভাগাভাগি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেড়া দিয়ে সম্পূর্ণ বাড়িকে দু’ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ঘটনা দেখে স্বাভাবিকভাবেই বেশ কষ্ট পাচ্ছে পর্ণা।
প্রত্যেকবারের মতো এবারেও হাতে হাত দিয়ে বসে থাকতে নারাজ সৃজনের বৌ। সেই জন্য ভাঙা দত্তবাড়িকে জোড়া লাগাতে একেবারে সলিড প্ল্যান তৈরি করেছে সে। পর্ণা ইতিমধ্যেই দেখে নিয়েছে, কিপ্টে জেঠুর পাল্লায় পড়ে খাবার নিয়ে বেশ কষ্ট পাচ্ছে মৌমিতা-অয়নরা। সেই জন্য এবার খাবার দিয়েই ভাঙা বাড়িকে জোড়া লাগার প্ল্যান করেছে সে।
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, বাড়ির উঠোনে বিরিয়ানি (Biryani) রান্না করছে পর্ণা। সেই খাবারের যেমন স্বাদ, তেমনই গন্ধ! জেঠু বিরিয়ানির গন্ধে গলতে নারাজ হলেও মৌমিতা কিন্তু নিজের লোভ সংবরণ করতে পারেনি। সেই জন্য রাতের অন্ধকারে চুপিচুপি পর্ণাদের রান্নাঘরে গিয়ে হাজির হয় সে।
View this post on Instagram
বিরিয়ানি গরম করে মজা করে খেতে থাকে পর্ণা। সেই সময়ই রান্নাঘরে এসে হাজির হয় পর্ণা। গোটা দৃশ্য দেখে হাসতে হাসতে সে বলে, ‘খাও খাও দিদি। আমি কাউকে কিছু বলব না’। একথা শুনেই কাচুমাচু করতে থাকে মৌমিতা। এবার এটাই দেখার, পর্ণার হাতে তৈরি স্বাদে-গন্ধে অতুলনীয় এই বিরিয়ানি ভাঙা দত্তবাড়ি জুড়তে পারে কিনা।