অল্পদিনেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Nim Phuler Modhu)। নায়িকা পর্ণা চরিত্রে জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) এবং নায়ক সৃজন চরিত্রে টেলি অভিনেতা রুবেল দাস ছাড়াও এই সিরিয়ালে রয়েছে নজরকাড়া কাস্টিং।
প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কে আপন কে পর’ শেষ হওয়ার পর বহুদিন টিভির পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। অবশেষে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে এই নিম ফুলের মধু সিরিয়ালের হাত ধরে পর্দার জবা মায়ের খোলস ছেড়ে ধীরে ধীরে মধ্যেই পর্ণা হয়ে উঠেছেন পল্লবী। আর এবারেও তার সাবলীল অভিনয় ইতিমধ্যেই ছাপ ফেলেছে দর্শকমহলে।
শুরুর দিকে যদিও জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল মিঠাইকে সরিয়ে রাত আটটার প্রাইম টাইম ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সাংসারিক কূটকচালি দেখানোর জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন নায়িকা। তবে গল্প এগোনোর সাথে সাথে ইতিমধ্যেই রক্ষণশীল দত্তবাড়ির বৌমা পর্ণাকে একেবারে আপন করে নিয়েছেন দর্শক। ভালোবাসাও দিচ্ছেন দু-হাত ভরে।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন আধুনিক যুগের মেয়ে হয়েও স্বপ্ন ছিল যৌথ পরিবারের বৌ হয়ে পাঁচজনের সংসারে সবার সাথে মাইল মিশে থাকবে। বিয়ের আগে সেকথাই বারবার জানাতো নিজের জগু দাদা-কে। কিন্তু বিয়ের পর ছবিটাই একেবারে পাল্টে যায়। তবে শাশুড়ি কৃষ্ণার কাছে পদে পদে বাধা পেয়েও পর্ণা যেভাবে খারাপের মধ্যেও ভালো খুঁজে নিচ্ছে তাতে এককথায় মুগ্ধ দর্শক।
View this post on Instagram
গতকালই দেখা গিয়েছে শাশুড়ি আর জা-এর শত চক্রান্তের মধ্যেই শুধুমাত্র ঠাম্মির উৎসাহেই ফিল্ডে গিয়ে অগ্নিকাণ্ডের রিপোর্টিং করে আসার পর বাড়িতে এসেই তিন পদের ভোগ রান্না করে সবাইকে তাকে লাগিয়ে দিয়েছে পর্ণা। এসবের মধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে ‘মম চিত্তে’ গানে পর্ণার সাথে পা মিলিয়ে নাচ করছে ঠাম্মি। চোখের সামনে এসব দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছে বাবুউউর মা।
এদিকে নাচের পরে সৃজনকেও ভাসানের স্পেশাল নাচের জন্য সবাই মাইল জোরাজুরি করতে শুরু করে। তখন সৃজন নাচতে শুরু করে। কিন্তু সেই সময়েই কিছু দুষ্কৃতীরা এসে বোমা ছুড়ে দেয় বাড়ির ভিতরে। যা দেখে রীতিমত ভয়ে কাঁটা উপস্থিত সবাই। এমনই ট্র্যাক আপডেট পেতে চাইলে প্রতিদিন ফলো করুন বংট্রেন্ড।