• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাশুড়ির সাধের গামলা-বালতি কিনতে ন্যাড়া পর্ণা? নেটপাড়ায় ভাইরাল ছবি দেখে হেসে গড়াচ্ছেন দর্শক

জি বাংলার নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu) এখন দেখা যাচ্ছে একের পর এক দুর্দান্ত সব পর্ব। ধারাবাহিকের নায়ক সৃজনের (Srijan) বৌ পর্ণাকে (Parna) জব্দ করতে কোনো সুযোগই হাতছাড়া করছে না বাবুউউর মা (Babur Maa) অর্থাৎ কৃষ্ণা। আর পর্ণাও একেবারে মোক্ষম জবাব দিয়ে উচিত শিক্ষা দিচ্ছে নিজের দজ্জাল শাশুড়িকে।

ধারাবাহিকে দত্ত বাড়ির বৌমা অর্থাৎ নায়িকা পর্ণা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। তাঁর বিপরীতে নায়ক সৃজনের ভূমিকায় অভিনয় করছেন টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)। অল্পদিনেই দর্শকমহলে বেশ ভালো রকমের জনপ্রিয়তা পেয়েছে তাদের জুটি। অন্যদিকে মা নেওটা সৃজনকে দর্শকদের মধ্যে কেউ ‘ভ্যাঁড়া’ তো কেউ ‘মেনিমুখো’র তকমা দিয়েছেন।

   

Neem Phooler Madhu Parna Babur Maa New Promo

যদিও দর্শকদের এই খারাপ ভালো উভয় ধরনের প্রতিক্রিয়াই চুটিয়ে উপভোগ করেন এই সিরিয়ালের কলাকুশলীরা। তা সে সৃজন-পর্ণা হোক কিংবা বাবুউর মা। প্রসঙ্গত সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি প্রোমো। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন অধিকাংশ দর্শক।

প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে জমানো চুল দিয়ে গামলা বালতির মতো বাসন কেনার সামান্য বিষয় নিয়ে বাপের বাড়ির প্রসঙ্গ টেনে এনে পর্ণাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে কৃষ্ণা। তখন পর্ণা শাশুড়িকে শান্ত করতে তাঁকে বাসন কিনে এনে দেওয়ার কথা বললে তাকে পাল্টা ধমক দিয়ে ‘বাবুউর মা’ বলে তাকে  টাকার গরম না দেখাতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,বাবুউউর মা,Babur Maa,ন্যাড়া,Bald,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এরপরেই গোটা বাড়ি মাথায় তুলে চিৎকার করে কৃষ্ণা পর্ণাকে বলে তার শুধু চুল চাই  চুল। একথা শুনে কাওকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে সোজা নাপিতের কাছে চলে আসে পর্ণা। ততক্ষণে তার পিছু ধাওয়া করে চলে এসেছে সৃজন,সৃজনের মা সহ প্রায় গোটা দত্ত বাড়ি। আর বাইরে এসে তারা দেখে পর্ণা নাপিতকে বলছে ‘দাদা আমাকে ন্যাড়া করে দিন। আমি এক্ষুণি ন্যাড়া হবো। আমার চুল চাই’। বৌমার মুখে একথা শুনে একেবারে হাঁ হয়ে যায় বাবুর মা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,বাবুউউর মা,Babur Maa,ন্যাড়া,Bald,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

নতুন প্রোমো আসার পরএরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দত্তবাড়ির বৌমা পর্ণা দত্তের ন্যাড়া মাথার কিছু ছবি। সেখানে দেখাচ্ছে পর্ণার মাথা পুরো ন্যাড়া, চুল নেই একটাও। তবে কি শাশুড়ির বাসন কেনার সাধ মেটাতে সত্যিই টাক হয়ে গেল পর্ণা। তবে জানাই আসলে তেমন কিছুই নয়। এই ছবিগুলো আসলে ফ্যানমেড। যার সবটাই এডিট করে করা।