• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৃজনের মুখে হাসি ফোটাতে এবার হাত মেলাবে বাবুউউ’র মা আর পর্ণা! ফাঁস ‘নিম ফুলের মধু’র বড় টুইস্ট

Published on:

Neem Phooler Madhu new twist in Srijan Parna's life 

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। এই সিরিয়ালের নায়িকা পর্ণার বিপদে সারাক্ষণ তার ঢাল হয়ে দাঁড়ায় তাঁর জগু দাদা ওরফে জগন্নাথ দেব। যদিও বেশ কিছুদিন ধরেই আভাস মিলেছিল এই রথের মধ্যেই কোন বড় বিপদ নেমে আসতে চলেছে সৃজন পর্ণার সংসারে।

যদিও পর্ণাকে সেই বিপদের আগাম আভাস দিয়েছিলেন খোদ পর্ণার জগু দাদা। রথের পরের দিন অফিসে জগন্নাথ দেবের গলায় মালা পরাতে গিয়ে পর্ণা যখন দেখে তার জগু দাদা তা গ্রহণ করেননি তখন থেকেই মনটা খচখচ করতে শুরু করেছিল পর্ণার। আর হয়েওছে তাই। কোম্পানীর দায়ভার সংকোচনের অজুহাতে বেশি বেতনের কর্মচারী হওয়ার সৃজনকে অফিস থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bangla Serial,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,বেকার,Jobless,Jogu Dada,জগু দাদা

যার ফলে এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে পর্ণা-সৃজন দুজনেই। যদিও এর পিছনে কলকাঠি নেড়েছে দত্তবাড়ির বড় বউ মৌমিতার বোন তিন্নি। সে মডেলিং করার সুযোগ নিয়ে ‘বটুসোনা’ নামের বিশাল ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তিকে দিয়ে সৃজনের চাকরি খেয়ে নিয়েছে।

আসলে কিছুদিন আগেই পর্ণার জন্যই তিন্নিকে  চূড়ান্ত অপমান করেছে সৃজন। সেই প্রতিশোধ নিতেই এদিন নিজের অফিসের বসকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে তিন্নি। কিন্তু সৃজন এই মোটা মাইনের চাকরি হারানোর কথাটা মুখ ফুটে জানাতে না পেরে নিজের মনেই ক্ষত-বিক্ষত হয়ে চলেছে।


তবে সৃজন মুখ ফুটে কিছু না বললেও পর্ণা কিন্তু বেশ ভালই বুঝতে পারছে, অফিসের কোন কারণেই সম্ভবত মন ভালো নেই সৃজনের। তাই এখন দেখার সৃজনের দামি  চাকরি ছেড়ে  দেওয়ার খবর শোনার পর দত্তবাবাড়ির সদস্যদের  সদস্যদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় এবং আগামী দিনে সৃজনের চাকরি যাওয়ার পেছনের আসল কারণটা কে পর্ণা তা খুঁজে বার করতে পারে কিনা সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥