শাশুড়ি বৌমার কূটকচালী দেখিয়েও কিন্তু দর্শকমহলে জনপ্রিয়তা বেড়েই চলেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের। বৃহস্পতিবারের টিআরপি তালিকাতেও মিলেছে তার স্পষ্ট ছাপ। দত্তবাড়ির ফুল টিম ছক্কা হাঁকিয়ে জায়গা করে নিয়েছে টি আর পি (TRP) তালিকার প্রথম তিনেই।
এখনকার সব সিরিয়ালের ক্ষেত্রেই দীনবের শেষে শেষ কথা বলে। তাইযে কোনো সিরিয়ালের টি আর পিনিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ। আর এদিন প্রকাশ্যে আসা টি আরপি চার্টের দিকে নজর দিলেই দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রীর’ পরেই তৃতীয় স্থানে জ্বলজ্বল করছে একটাই নাম তা হল ‘নিম ফুলের মধু’।
সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই ধারাবাহিকে একেবারে হুবহু ফুটে উঠেছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাস্তব চিত্র। এছাড়াও দর্শকদের বিশেষ পাওনা এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সৃজন-পর্ণা (Srijan-Parna) জুটির মিষ্টি রসায়ন।
সেইসাথে ধারাবাহিকের পরতে পড়তে জমে উঠেছে বাবুউর মা কৃষ্ণার গা জ্বালানো সংলাপ আর অভিনয়। যার ফলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছেন এই বাবুর মা অভিনেত্রী অরিজিতা। তবে একজন শিল্পী হিসাবে দর্শকদের এই রাগ আর ক্ষোভই হল তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।
শুরু থেকেই বাবুর মা কৃষ্ণা ছেলে সৃজন বলতে অজ্ঞান। অথচ মেয়ে বর্ষার দিকে কোনোদিনই নজর ছিল না তাঁর। এমনকি মেয়েদের সম্পর্কে তাঁর ধারণাটাও খুবই বাজে। তিনি মনে করেন মেয়ে সন্তান মানেই বিয়ে করে পরের বাড়ি যাবে তাই তাঁকে আদর যত্ন করার কোনো প্রয়োজন। তাই বর্ষা কৃষ্ণার নিজের পেটের সন্তান হলেও তিনি বর্ষাকে ‘আপদ’ বলেই মনে করেন।
সদ্য প্রকাশ্যে আসা নীম ফুলের মধুর একটি প্রোমোতে বাবুর মাকে একথা বলতে শোনা গিয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে দত্ত বাড়ির হাসিখুশি ছোট মেয়ে বর্ষা খুবই বিধস্ত। কয়েকজন তার সাথে অসভ্যতা করেছে। সেকথা বৌদিভাই পর্ণার কানে যেতেই দোষীদের শাস্তি সে বর্ষাকে টেনে থানায় নিয়ে যাচ্ছিল। তখনই বাবুর মা এসে মেয়ে বর্ষাকে সাহস জোগানোর বদলে টেনে চড় মারে।
সেইসাথে সাফ জানিয়ে দেয় খুব তাড়াতাড়ি তার বিয়ে দিয়ে দেওয়া হবে। পাত্রপক্ষ দেখতে আসবে তাঁকে। কিন্তু বর্ষা আরও পড়াশোনা করতে চায়। কিন্তু তাঁর মা সেসব কথা কানে না তুলে উল্টে চোর মেরে বলে ‘এই আপদ বিদায় করতে না পারলে সমাজে মুখ দেখতে পারবো না’।