• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা নাকি বৌ! পারিবারিক চাপে স্যান্ডউইচ সৃজন, ফাঁস নিম ফুলের মধুর আগাম পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,কৃষ্ণা,Krishna,নতুন প্রোমো,New Promo

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হল ‘নীম ফুলের মধু’ (Neem Phuler Madhu)। এই সিরিয়ালের সৃজন-পর্ণা (Srijan-Parna) চরিত্রের হাত ধরেই টেলিভিশনের পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী পল্লবী শর্মা।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন বিগত কয়েকদিন ধরেই এই ধারাবাহিকে চলছে সৃজন-পর্ণার ঠাম্মি হেমনলিনী দেবীর ট্র্যাক আসলে এই হেমনলিনী দেবীর স্বামী অর্থাৎ সৃজনের দাদুর স্বভাব-চরিত্র একেবারেই  ভালো ছিল না। এক সময় হেমনলিনী দেবীর পরিচিত পিয়ালীর সাথে সম্পর্ক ছিল সৃজনের দাদুর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,কৃষ্ণা,Krishna,নতুন প্রোমো,New Promo

এত বছর পর সে তার নাতিকে নিয়ে এসে উঠেছে দত্ত বাড়িতে। সেখানে এসে সে দাবি করে হেমনলিনী দেবী নয় সেই দত্ত বাড়ির আসল বৌ।  এই নিয়ে মামলা গড়িয়েছে আদালত চত্বরেও। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নিম ফুলের মধ্যে সিরিয়ালের এটি নতুন প্রোমো (New Promo)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,কৃষ্ণা,Krishna,নতুন প্রোমো,New Promo

প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে সকলে খাবার টেবিলে খেতে বসেছে সেখানে ‘বাবুর মা’ কৃষ্ণা সৃজনকে  খেতে দিয়েছে ঠিকই কিন্তু তাকে বাবু না বলে আচমকা সৃজন বলে ডাকছে। মায়ের এমন বদলে যাওয়া ব্যবহার দেখে একেবারে হকচকিয়ে যায় সৃজন। সকলের সামনেই সে কৃষ্ণার কাছে জানতে চায় ‘তুমি আমাকে আর বাবু বলে ডাকছো না কেন মা?’

তখন জবাবে কৃষ্ণা জানায় ‘কারণ বাবু আর আমার নেই’। তবুও তখন সৃজন আবদার করে বলে ‘একবার বাবু বলে ডাকো মা’। জবাবে কৃষ্ণা বলে ‘ডাকবো, তবে তার আগে তোকে বেছে নিতে হবে মা না বৌ’। একথা শুনে সৃজন দৌড়ে চলে যায় পর্ণার কাছে।

এরপর পর্ণাকে সব জানিয়ে সৃজন বলে ওঠে ‘পর্ণা বাঁচাও তুমিই  পারবে এই বিপদ থেকে আমাকে বের করে আনতে। মা বলেছে তোমার আর মায়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। সৃজনের মুখে  এ কথা শোনামাত্র দত্ত বাড়ির বৌ পর্ণা শাড়ির আঁচল কোমরে গুঁজে বলে ওঠ ‘এবার মজা দেখাবো’! বৌয়ের  মুখে এ কথা শুনে ‘সৃজন চোখ কপালে তুলে, বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥