• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দত্ত বাড়ির মেয়েরা নাইটি পরে না! পর্ণার তার কাটতেই মাথায় হাত বাবুউউ’র মা-সৃজনের, ফাঁস আগাম পর্ব

Published on:

Neem Phooler Madhu Parna takes challange to make every woman Nighty Promo Video Out

বিনোদনে ভরপুর বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে দারুন জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla)‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা জানেন নায়িকা পর্ণা (Parna) এ যুগের আধুনিক মেয়ে হলেও তার চিন্তাভাবনা কিন্তু বাকিদের থেকে বেশ আলাদা।

তা সে যৌথ বাঙালি পরিবারে বিয়ে করার শখ হোক কিংবা পারিবারিক অশান্তির মধ্যেও সবার সাথে মানিয়ে নিয়ে চলার অদ্ভুত ক্ষমতা। সবেতেই দত্ত বাড়ির এই বৌমা তার ব্যাবহারে কিংবা আচার-আচরণে মুগ্ধ করে চলেছে বাংলা সিরিয়ালের দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,নাইটি,Nighty,নতুন প্রমো,New Promo

সেইসাথে অল্প দিনেই দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি হয়ে উঠেছে এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সৃজন-পর্ণা অনস্ক্রিন রসায়ন। শুরু থেকেই শাশুড়ি বৌমার কূটকচালী নিয়ে তৈরী এই ধারাবাহিকে একেবারে হুবহু ফুটে উঠেছে একাধিক মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাস্তব চিত্র। তাই ঘটনা গুলো দেখে যতই রাগ হোক না কেন এই সিরিয়ালের একটাও এপিসোড মিস করেন না দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,নাইটি,Nighty,নতুন প্রমো,New Promo

যার নিয়মিত ছাপ পড়ছে টি আর পি তালিকাতেও। টেলিভিশনের পর্দায় বয়স মাত্র তিন মাস হলেও জমে উঠেছে বাবুউর মা কৃষ্ণার গা জ্বালানো সংলাপ আর তাঁর তুখোড় অভিনয়। যার ফলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছেন এই বাবুর মা অভিনেত্রী। পর্দায় অনস্ক্রিন বৌমা পর্ণার সাথে তাঁর শ্বাশুড়ির সাপে নেউলে সম্পর্কনিয়ে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে দেদার ট্রোলিং।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,নাইটি,Nighty,নতুন প্রমো,New Promo

এছাড়া সৃজনের জেঠুর রাশভারী অভিনয় আর ‘মানে টা কি’ সংলাপও ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে ধারাবাহিক চলছে পর্ণার একমাত্র ননদ বর্ষার বিয়ের পর্ব।  চিটিংবাজ পাত্র অমিতকে ইতিমধ্যেই হাতেনাতে ধরে ফেলেছে পর্ণা। আজই ধারাবাহিকে দেখা যাবে তাঁর পর্দা ফাঁসের পর্ব।
বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,নাইটি,Nighty,নতুন প্রমো,New Promo
 এরই মধ্যে এসে গিয়েছে ধারাবাহিকের একটি নতুন ধামাকাদার প্রমো। ‘দত্ত বাড়িতে হাওয়া গরম’ এই নতুন প্রোমোতে  দেখা যাচ্ছে প্রচন্ড গরমে বাড়ির উঠোনে বসে হাঁসফাঁস করছেন সবাই। তাই গরমের হাত থেকে সাময়িক নিস্তার দিতে জেটির হাতে নাইটি তুলে দিয়ে পর্ণা বলছে শাড়ি ছেড়ে এবার থেকে এই গরমের মধ্যে তিনি যেন নাইটি পরেন। এই কথা শুনেই ক্ষোভে  ফেটে পড়েন সৃজনের জেঠু আর বাবুর মা।

মানেটা কি বলে জেঠু পর্ণার হাত থেকে নাইটি কেড়ে নিয়ে সোজা আগুনে পুড়িয়ে দিতে যাচ্ছিলেন। যা দেখে মাথার তার কেটে যায় পর্ণার। এরপর সকলের সামনেই সে জানিয়ে দেয় এবার সে দত্ত বাড়ির মেয়ে বউদের নাইটি পরিয়েই ছাড়বে। অন্যদিকে বৌয়ের মাথার তার কেটে যাওয়ার কথা শুনেই বুকে হাত দিয়ে চমকে ওঠে সৃজন।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥