• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাঙ খেয়ে আউট অফ কন্ট্রোল, সৃজন-পর্ণার নাচ দেখে চোখ কপালে ‘বাবুউউ’র মায়ের

ইদানিং বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে নিয়মিত চর্চায় উঠে আসছে একটাই সিরিয়াল তা হল  জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। অত্যন্ত জনপ্রিয় এই সিরিয়ালে নায়িকা পর্ণা চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী পল্লবী শর্মা। আর তাঁর বিপরীতে বাবু ওরফে নায়ক সৃজনের ভূমিকায় ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা রুবেল দাসকে।

এই মুহূর্তে সিরিয়ালের প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনার পর্ব। তাই ধারাবাহিকের একটাও এপিসোড মিস করেন না এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা। প্রসঙ্গত শুরুতে সাংসারিক কূটকচালি নিয়ে সিরিয়াল শুরু হলেও এখন ধীরে ধীরে সিরিয়ালের আসল মানে খুঁজে পাচ্ছেন দর্শক। তাই তেতোটুকু সরিয়ে ধীরে ধীরে মিঠের হদিশ পাচ্ছেন এই সিরিয়ালের দর্শকরাও।

   

Zee Bangla,জি বাংলা,Bengali Serial,বাংলা সিরিয়াল,Neem Phooler Madhu,নিম ফুলের মধু,Srijan,সৃজন,Parna,পর্ণা,Holi Special,হোলি স্পেশাল

বিয়ে হয়ে দত্তবাড়ি আসার আগে থেকেই শাশুড়ি অর্থাৎ ‘বাবুউর মা’ কৃষ্ণার দু চোখের বিষ পর্ণা। আর বিয়ের পর তো কথাই নেই। উঠতে বসতে যখন পারছে তখন যাচ্ছেতাই ভাবে অপমান করছে নিজের ছেলের বউকেও। আসলে বাবুর মা ভাবছে বিয়ের পর তার ছেলে হাতের বাইরে চলে যাবে। তাই ছেলে বৌমাকে দূরে রাখতে নতুন ফন্দি এঁটেছে কৃষ্ণা।

Zee Bangla,জি বাংলা,Bengali Serial,বাংলা সিরিয়াল,Neem Phooler Madhu,নিম ফুলের মধু,Srijan,সৃজন,Parna,পর্ণা,Holi Special,হোলি স্পেশাল

যা ফলে মা মঙ্গলচন্ডীর কঠিন ব্রত করার নামে মিথ্যা বলে পর্ণাকে এক বছর সৃজনের থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করিয়েছে বাবুর মা। যার ফলে সৃজনের ছোট্ট বাবু আনার শখ হলেও তাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না পর্ণা। যার ফলে ইতিমধ্যে এই বিষয়ে তাদের মধ্যে এক প্রস্থ ঝগড়া আর মন কষাকষি হয়ে গিয়েছে।

Zee Bangla,জি বাংলা,Bengali Serial,বাংলা সিরিয়াল,Neem Phooler Madhu,নিম ফুলের মধু,Srijan,সৃজন,Parna,পর্ণা,Holi Special,হোলি স্পেশাল

এরইমধ্যে অন্যান্য সিরিয়ালগুলির মতো নিম ফুলের মধুতেও দেখা গিয়েছে হোলি স্পেশাল পর্ব। আজই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে সেই পর্ব। এদিন ধারাবাহিকে দেখা গিয়েছে পর্ণার কথা রেখে এবছর দত্ত বাড়ির   হোলির শুরুতে প্রভাত ফেরি করে রবীন্দ্র সংগীত গেয়ে গালে আবির মেখে রং দোল খেলা হয়েছে।

Zee Bangla,জি বাংলা,Bengali Serial,বাংলা সিরিয়াল,Neem Phooler Madhu,নিম ফুলের মধু,Srijan,সৃজন,Parna,পর্ণা,Holi Special,হোলি স্পেশাল

কিন্তু দত্ত বাড়ির রং খেলা বলে কথা! আর তা কি এতো হালকার ওপর দিয়ে যায়? তাই পর্ণা দত্তের সাংস্কৃতিক দোল খেলার পরেই শুরু হয়ে যায় দত্ত বাড়ির আসল দোল খেলা। যেখানে রং মেখে ভুত হওয়ার পাশাপাশি ভাঙ খেতেও দেখা গেল বাবুকে। নিজে হাতে ভাঙ খাইয়েও দিল পর্ণাকে। সেইসাথে হিন্দি গানে বৌয়ের সাথে কোমর দুলিয়ে নাচ তো আছেই। যদিও এসবের মধ্যেই বাবুকে একা দেখে হঠাৎ এসে উদয় হয়েছিল সতীন তিন্নি। যদিও পর্ণা ময়দানে নামতেই সে তিন্নিকে একেবারে এক ধাক্কায় সাইড করে দেয়।

site