এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের নায়িকা পর্ণা (Parna) এ যুগের মেয়ে হয়েও তাঁর যৌথ বাঙালি পরিবারে বিয়ে করার শখের কথা অজানা নেই কারও। তবে বিয়ের পর তার সেই শখ একেবারে দায়িত্ব নিয়ে ঘুচিয়ে দিয়েছে দজ্জাল শাশুড়ি কৃষ্ণা আর কুচুটে জা মৌমিতা।
প্রতিমুহূর্তে তাদের অভিনয় মুগ্ধ করে চলেছে দর্শকদের। ধারাবাহিককে একদিকে পর্ণা চরিত্রে পল্লবী শর্মার
(Pallavi Sharma) সাবলীল অভিনয় অন্যদিকে বাবুর মায়ের গায়ে জ্বালা ধরানো সংলাপ আর অভিনয় ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে দর্শকমহলে। এছাড়াও ‘কুচুটে’ বড় জা মৌমিতার চরিত্রে রয়েছেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupa)।
মানসী এমনিতে বেশিরভাগ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করেন। তবে অনেকে হয়তো জানেন না পল্লবীর সাথে মানসীর এটাই কিন্তু প্রথম সিরিয়াল নয়। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানিয়েছেন ইতিপূর্বে পল্লবীর অভিনীত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কে আপন কে পর’এ একটি ছোট্ট চরিত্র করেছিলেন তিনি। সেখানে জবার বর পরমের প্রথম স্ত্রী হয়েছিলেন তিনি।
মানসীর কথায় ‘সেখানেও ওকে জ্বালাতে গিয়েছিলাম’। তবে পর্দার নায়িকা পর্ণার সাথে খলনায়িকার মৌমিতার বাস্তব জীবনের সম্পর্ক কেমন দর্শক মহলে তা জানার কৌতূহল রয়েছে ব্যাপক। আসলে অনস্ক্রিনে মৌমিতা যতই শয়তানি করুক অফ স্ক্রিনে কিন্তু পল্লবীর সাথে মানসীর দারুন বন্ডিং। বেশ গলায় গলায় বন্ধু তাঁরা।
মানসীর কথায় ‘পল্লবী খুব ভালো মেয়ে। আমার তুলনায় অনেক কম কথা বলে। অনস্ক্রিনের মতো একদম নয়’। তবে সম্পর্ক যতই ভালো হোক না কেন পল্লবীর সাথে একসাথে মেকআপ রুম শেয়ার করতে নারাজ মানসী। এ প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলায় পর্দার মৌমিতা ওরফে মানসী বলেছেন তাকে যখনই পল্লবীর রুম শেয়ার করতে বলা হয় তখনই তিনি তার রুমে ঢুকেই বেরিয়ে আসেন।
কিন্তু কেন? এ প্রসঙ্গে পর্দার পর্ণার সিক্রেট ফাঁস করে তার বড় জা জানিয়েছেন ‘বাপরে আমার প্রচন্ড গরম লাগে। পল্লবী ওর মেকআপ রুমের এসি আজ পর্যন্ত চালায়নি। পাখাটাও একে ঘোরে। আর সব লাইট জ্বালিয়ে রাখে’। শুধু তাই নয় পর্ণার বড় জায়ের সংযোজন ‘আমি ওকে বলেছি ভাই পল্লবী আমি পারবো না তোমার সঙ্গে রুম শেয়ার করতে। ও এত শীতকাতুরে আমি তো ওর লেগ পুল করি। শীত চলে গেছে তাও গায়ে চাদর দিয়ে সেটে ঘুরবে। আমি তো বলি তোমার এই কম্বলটার জন্য কলকাতা থেকে শীত চলে গেছে’।