• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাবুকে তো পেটে ঢুকিয়ে রাখতে পারে’, ‘নিম ফুলের মধু’ দেখে বাবুউউ’র মাকে কটাক্ষ নেটিজেনদের

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরু থেকেই শাশুড়ি বৌমার কূটকচালী নিয়ে তৈরী এই ধারাবাহিকে দর্শকদের নজর কেড়েছে পর্ণা-সৃজন (Parna-Srijan) জুটির মিষ্টি রসায়ন।

সেইসাথে জমে উঠেছে বাবুউর মা কৃষ্ণার গা জ্বালানো সংলাপ আর অভিনয়। যার ফলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়েছেন এই বাবুর মা। তবে একজন শিল্পীর কাছে কিন্তু  দর্শকদের এই রাগ আর ক্ষোভই হল সবচেয়ে বড় পাওনা। গত বছরের শেষেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে এই সিরিয়াল।  সেই থেকে দেখতে দেখতে ইতিমধ্যেই ৩ মাস পেরিয়ে গিয়েছে এই সিরিয়ালের বয়স।

   

Parna Srijan Nim Phuler Modhu

এরইমধ্যে দর্শকমহলে জাঁকিয়ে বসার পাশাপাশি টি আর পি তালিকাতেও ছক্কা হাঁকাচ্ছেন দত্ত বাড়ির সদস্যরা। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন বিয়ে হয়ে দত্তবাড়ি আসার আগে থেকেই শাশুড়ি অর্থাৎ ‘বাবুউর মা’ কৃষ্ণার দু চোখের বিষ পর্ণা। আর বিয়ের পর তো কথাই নেই। উঠতে বসতে শাশুড়ির কাছে হেনস্থা হচ্ছে পর্ণা। এমনকি বাড়িতে বিবাহিত বৌ থাকতেও বাবুর আবার বিয়ে দিতে চাইছে বাবুর মা।

Neem Phuler Madhu Krishna goes to puja hearing Parna will keep distance from srijan

আর এই কাজে তাঁকে নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছে বাড়ির বড় বৌ মৌমিতা। দর্শকরা জানেন তাঁদের জন্যই এখন সৃজনের পর্ণার মধ্যে চলছে মন কষাকষি। সিরিয়ালের বর্তমান ট্র্যাক অনুযায়ী দেখা যাচ্ছে অফিসের কাজে বাড়ির বাইরে রয়েছে পর্ণা। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই তিন্নির সাথে বাবুর বিয়ে দেওয়ার ছক কষছে বাবুর মা।

Neem Phooler Madhu Srijan Parna, Neem Phuler Modhu Tinni

বাড়ির বাইরে থাকায় সেসব টেরও পাচ্ছে না পর্ণা। আর বাবুও বৌয়ের ওপর রাগ করে মায়ের কথায় বসে গিয়েছে বিয়ের পিঁড়িতে। এরইমধ্যে প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পর্ণার অনুপস্থিতিতে সৃজনের সাথে তিন্নির বিয়ে দিচ্ছে বাবুর মা। অন্যদিকে মৌমিতা সেজেছে ভন্ড মাতঙ্গী মা। সেই পুরোহিতের সামনে বসে সৃজনকে আদেশ দিচ্ছে তিন্নিকে সিঁদুর পরানোর। এরপর দেখা যাচ্ছে সৃজন তিন্নিকে সিঁদুর পরানোর সময়েই ত্রিশূল নিয়ে কপালে সিঁদুর লেপ্টে একেবারে সন্ন্যাসিনীর সাজে এসে দাঁড়িয়েছে পর্ণা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,বাবুর মা,Babur Maa,দর্শক,Audience,ক্ষোভ,Anger,Target Rating Point

এসব দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু করে দিয়েছেন দর্শক। আবার কেউ কেউ বাবুর মা কৃষ্ণার সাথে মিল পাচ্ছেন নিজের শাশুড়ির। প্রকাশ্যেই সেকথা জানিয়ে ক্ষোভ উগরে দিয়ে একজন দর্শক লিখেছেন ‘নেকা শাশুড়ির নেকাপানা। বাবুকে তো পেটে ঢুকিয়ে রাখতে পারে তাহলে বাবু আর বউয়ের আঁচলে থাকবেনা। একদম আমার শাশুড়ি সারাদিন ছেলের কান ভাঙানো’।

site