• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবুউউ’র মা হয়ে রাস্তায় বেরোনো দায়! বাস্তবে অপদস্থ হওয়া নিয়ে মুখ খুউলেন অরিজিতা

Published on:

Neem Phooler Madhu Krishna actress Arijita Mukhopadhyay opens up about viewers reaction in real life

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের নায়ক সৃজনের মা কৃষ্ণার চরিত্রে অভিনয় করেই বাংলার ঘরে ঘরে দারুন জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।

তার ‘বাবু রে,বাবু’ ডাকটা দর্শকদের কাছে এতটাই অসহ্য হয়ে উঠেছে যে উল্টে দর্শকরাও ‘বাবুর মা’ নাম দিয়েছেন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তী অভিনীত ‘ফাটাফাটি’ সিনেমায়। সিরিয়ালে তাঁর কড়া শাসনে অতিষ্ঠ বাবুর বৌ পর্ণা। পর্দায় এই শাশুড়ি বৌমার রসায়নে মুগ্ধ দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,কৃষ্ণা,Krishna,বাবুর মা,Babur Maa,অরিজিতা মুখোপাধ্যায়,Arijita Mukhopadhyay,অপমান,Insult,দর্শক,Audience

তবে ছেলের বিয়ের পরেও ছেলের প্রতি অতিরিক্ত পজেসিভনেসের জন্যই এখন তিনি দর্শকদের দু’চোখের বিষ।বাবুর মায়ের সাথে দর্শকরা তাঁকে গুলিয়ে ফেলেন হামেশাই। যার জন্য মাঝে মধ্যেই অনেক অপমানের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

সম্প্রতি  বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন তিনি। সিরিয়ালে দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করায় দর্শকরা বাস্তবেও তাঁকে ঐ একই ধরনের মানুষ মনে করেন। যার জন্য দর্শকদের কাছে রাস্তা ঘাটেও অপদস্ত হতে হয়েছে তাঁকে।

Nim Phuler Modhu actress Arijita Mukherjee's reaction on her character Krishna 

সম্প্রতি অরিজিত জানিয়েছেন সিরিয়ালে যিনি তাঁর ছোট দেওরের চরিত্রে অভিনয় করছেন অর্থাৎ অভিনেতা প্রসূন গাইন, তাঁর কাছে নাকি একজন মহিলা চায়ের দোকানে ‘বাবুর মা’-এর নাম্বার চেয়েছিলেন। সেইসাথে তিনি বলেছিলেন সিরিয়ালে বদমাইশি করার জন্য উনি নাকি অরিজিতার বাড়ি গিয়ে তার সাথে ঝগড়া করে আসবেন বলে জানিয়েছিলেন।

এছাড়া একেবারে বাস্তব অভিজ্ঞতার কথা জানিয়ে অরিজিতা বলেছেন একবার সিনেমা দেখতে গিয়ে নাকি তিনি দর্শকদের অপমানের মুখে পড়েছিলেন। অরিজিতার কথায় তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে এক মহিলা জিজ্ঞেস করেছিলেন তিনি অভিনয় করেন কিনা। তিনি হ্যাঁ বলে তাঁকে ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে চার পাঁচজন মহিলাদের সাথে নিয়ে এসে ছবি তুলেছিলেন অরিজিতার সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,কৃষ্ণা,Krishna,বাবুর মা,Babur Maa,অরিজিতা মুখোপাধ্যায়,Arijita Mukhopadhyay,অপমান,Insult,দর্শক,Audience

এই পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর এক অদ্ভুত ঘটনার কথা জানিয়ে অভিনেত্রী জানান কিছুদূর গিয়েই নাকি   ওই মহিলা হঠাৎ করে অরিজিতাকে দেখিয়ে চিৎকার করে বলে উঠেছিলেন, ‘ভীষণ বদমায়েশি করে এই মহিলা!’ অভিনেত্রীর কথায়, ‘বিষয়টি আমার কাছে খুবই অযাচিত ছিল। অত লোকজনের সামনে এম্ব্যারেসড হয়েছিলাম।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥