• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩০ পেরিয়েও রূপে অষ্টাদশী! রইল উজ্জ্বল ত্বকের জেল্লা বাড়ানোর নিম জেল তৈরির পদ্ধতি

এখন চারিদিকে এত দূষণ যে প্রায় প্রত্যেক মানুষই ত্বক (Skin) নিয়ে কোনও না কোনও সমস্যায় ভোগেন। কেউ ব্রণর সমস্যায় জেরবার, কারোর আবার ত্বকের জেল্লা চলে যাওয়ায় ঘুম উড়েছে। আজকের প্রতিবেদনে তাই ঘরোয়া উপায়ে নিম জেল (Neem face gel) বানানো পদ্ধতি তুলে ধরা হল। যা মাখলে একদিকে যেমন ত্বকের হারানো জেল্লা ফিরে আসবে, তেমনই আবার দূর হবে ব্রণ, ফুসকুরির মতো সমস্যাও।

আমরা প্রত্যেকেই শুনেছি, ত্বকের জন্য নিম (Neem) অত্যন্ত উপকারী একটি জিনিস। আর সবচেয়ে ভালো কথা হল, নিম অত্যন্ত সহজলভ্য একটি বস্তুও। আজকের প্রতিবেদনে এই নিম দিয়ে বানানো অত্যন্ত সহজ একটি জেল বানানোর পদ্ধতি তুলে ধরা হল। যা নিয়মিত মাখলে দূর হয়ে যাবে ত্বকের যাবতীয় সমস্যা। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।

   

Neem face gel, homemade neem face gel, how to make neem face gel

নিম জেল বানানোর উপকরণ-

১) নিম পাউডার- ১ টেবিল চামচ।
২) অ্যালোভেরা জেল- ৪ টেবিল চামচ।
৩) টি ট্রি এসেনসিয়াল তেল- ব্যবহার করা বাধ্যতামূলক নয়।

Neem face gel, homemade neem face gel, how to make neem face gel

নিম জেল বানানোর পদ্ধতি-

প্রথমে একটি পাত্রে নিল পাউডার এবং অ্যালোভেরা জেলকে ভালোভাবে মেশান। যতক্ষণ অবধি এই দুটি উপকরণ মিশে জেলের মতো না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মিশিয়ে যেতে হবে। এরপর সেই মিশ্রণে কয়েক ফোঁটা টি ট্রি এসেনসিয়াল তেল মেশান এবং ফের উপকরণগুলিকে ভালোভাবে মেশান। জেল তৈরি হয়ে যাওয়ার পর কাঁচের পাত্রে ভরে রাখুন। উল্লেখ্য, বাড়িতে বানানো এই নিম জেল কাঁচের কনটেনারে করে ফ্রিজে রেখে দেবেন। ১ মাস পর্যন্ত এটি ব্যবহারযোগ্য থাকতে পারে।

Neem face gel, homemade neem face gel, how to make neem face gel

কীভাবে ব্যবহার করবেন?

অল্প করে নিম জেল নিন এরপর সেটিকে আস্তে আস্তে নিজের ত্বকে লাগান। ব্রণ, ব্ল্যাকহেডস সহ ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে এই ঘরোয়া নিম জেল আপনি চাইলে রোজ ব্যবহার করতে পারেন।

পাশাপাশি আপনি যদি চান তাহলে এই নিম জেলের সঙ্গে ১/২ কাপ গোলাপ জল মিশিয়ে সেটিকে বরফের আকারে জমিয়ে নিতে পারেন। এরপর রোজ একটি নিম অ্যালো আইস কিউব নিজের ত্বকে ব্যবহার করতে পারেন। এটিও নিয়মিত ব্যবহার করলে দূর হয়ে যাবে আপনার ত্বকের যাবতীয় সমস্যা।

Neem face gel, homemade neem face gel, how to make neem face gel

বি দ্রঃ- ত্বকে কোনও কিছু ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। নিজের ত্বকে কোনও কিছু লাগানোর আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে নেওয়া উচিত।