২০২০ এর শুরুতে সেই যে করোনা (Corona) এল সেই থেকে যাবার নাম নেই! মাঝে কিছুটা কমলেও বর্তমানে ফের মাথা চারা দিয়েছে করোনা। লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন। হাজারের কোটায় আসছে মৃত্যু সংবাদ। দেশের এমন ভয়াবহ পরিস্থিতি মানুষ ব্যাপক ভয় আর চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। ইতিমধ্যেই দেশের কিছু কিছু জায়গায় পরিস্থিতি আরো বেশি খারাপ হওয়ায় পুনরায় লকডাউন করতে বাধ্য হয়েছে প্রশাসন।
সরকারের তরফে বারবার প্রচার করা হচ্ছে যাতে বাইরে বিনা প্রয়োজনে মানুষ না বেরোয়। আর যদিও বা বেরোয় তাহলে অবশ্যই যেন মুখে মাস্ক থাকে। এতদিন পর্যন্ত মাস্কের রকমারি ব্যবহার আমরা দেখেছি। কেউ রুমাল বেঁধে মাস্কের কাজ চালিয়েছেন, তো কেউ শাড়ির আঁচলেই করেছেন ভরসা। তবে এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়েছে নেটিজেনদের।
এহেন মন খারাপের দিনেও ঘরবন্দী মানুষের হাসির রসদ জোগায় এই ভিডিও গুলিই। এবার নিম তুলসী দিয়ে এক ধরনের আয়ুর্বেদিক মাস্ক বানিয়ে ফেলেছেন উত্তরপ্রদেশের সীতাপুরের বাসস্ট্যান্ডে বসবাসকারী গেরুয়াবসনধারী এক সন্ন্যাসী। তার দাবি, সার্জিকাল বা কাপরের মাস্কের থেকেও ‘নিম তুলসী’ নির্মিত এই মাস্ক অনেক বেশি কার্যকরী।
https://twitter.com/rupin1992/status/1396041839656849408?ref_
এই ভিডিওই এবার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে ওই সাধুবাবা জানান, ‘আমার বয়স প্রায় ৭২ বছর। আমি নিজেই নিম আর তুলসী পাতা দিয়ে এই মাস্ক বানিয়েছি। এই মাস্ক অন্যান্য সকল সার্জিকাল মাস্ক বা কাপড়ের মাস্কের থেকেও অনেক বেশি কার্যকর। কারণ নিম আর তুলসীর জীবাণু নাশ করার ক্ষমতা রয়েছে এই মাস্কে’।