• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর প্রথমবার একসাথে জুটি বাঁধছেন নীল-তৃণা! উচ্ছসিত ‘তৃণীল’ ভক্তরা

Published on:

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,মিউজিক ভিডিও,Music Video

টেলিপাড়ার প্রথমসারির সেলিব্রেটি কাপলদের মধ্যে অন্যতম হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। দর্শকমহলে এই জুটির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তৃণা বর্তমানে অভিনয় করছেন ‘খড়কুটো’ (Khorkuto) সিরিয়ালে অন্যদিকে নীল অভিনয় করছেন জি বাংলার ‘উমা'(Uma)-সিরিয়ালে।

দুজনেই নিজের নিজের কাজের দুনিয়ায় ব্যস্ত তারা। তবে এতদিনে সকলেই জানেন তাদের লাভস্টোরির কথা।  অভিনয় জগতে আসার অনেক আগে থেকেই পরিচয় নীল আর তৃণার। সম্পর্কটা  প্রথমে বুন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে সেই বন্ধুত্ব থেকেই প্রেম আর শেষে ১২টা বছর একসাথে কাটানোর পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।প্রতিদিন টিভির পর্দায় তাদের অভিনয় দেখেন দর্শকরা। তবে একসাথে নয় আলাদা আলাদা সিরিয়ালে।

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,মিউজিক ভিডিও,Music Video

অনুরাগীরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন তৃনীল।তবে রিল লাইফে আলাদা সিরিয়ালে অভিনয় করলেও বাস্তব জীবনে স্বামী স্ত্রী নীল তৃণা। গতবছরের শুরুতেই ভালোবাসার মাসেই ধুমধাম করে বিয়ে সেরেছেন নীল-তৃণা। দেখতে দেখতে একবছর হয়ে গিয়েছে তাদের বিয়ের। বিয়ের বয়স একবছর হলেও, এখনও কিন্তু চুটিয়ে প্রেম করেন এই  লাভ বার্ডস।

তবে দুজনে আজ পর্যন্ত একসাথে কোনো সিরিয়ালে জুটি না বাঁধলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে দারুন ফ্যান ফলোয়িং রয়েছে এই সেলিব্রেটি জুটির। দর্শকরা ভালোবেসে তাদের ‘তৃণীল’ বলেই ডাকেন। সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয় নীল তৃণার রীল ভিডিও। এতদিন এই জুটিকে শুধুমাত্র রীল ভিডিওতে দেখা গেলেও এবার শোনা যাচ্ছে বিয়ের পর এই প্রথম একসাথে জুটি বাঁধতে চলেছেন তারা। তবে নতুন কোন সিরিয়াল কিংবা সিনেমা নয়, নীল তৃণাকে একসাথে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে।

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,মিউজিক ভিডিও,Music Video
জানা যাচ্ছে নীল তৃণার এই মিউজিক ভিডিওতে ফুটে উঠবে শহর কলকাতার আনাচে কানাচের নানান টুকরো ছবি। এই মিউজিক ভিডিও সম্পর্কে অভিনেত্রী তৃণা সাহা জানিয়েছেন তাদের রিল ভিডিও অনেক মানুষ পছন্দ করেন। তাই অনেকেই চেয়েছিলেন তারা একসাথে কাজ করুন। তাই তৃণা জানিয়েছেন অনুরাগীদের জন্যই এই মিউজিক ভিডিওটা একটা উপহার।
নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,মিউজিক ভিডিও,Music Video
প্রসঙ্গত বিয়ের আগে একটি শর্ট ফিল্মে কাজ করেছিলেন নীল তৃণা। তারপর এই প্রথম এই মিউজিক ভিডিওতে একসাথে জুটি বাঁধছেন তারা। তবে বর যখন সহ অভিনেতা তার সাথে অভিনয়ের অভিজ্ঞতাটা ঠিক কেমন? সেসম্পর্কে অভিনেত্রী বলেছেন অন্য কারো সাথে অভিনয় করতে গেলে তাকে একটা প্রস্তুতি নিতে হয় কিন্তু নীলের ক্ষেত্রে নাকি সেটার প্রয়োজন পড়েনি। অভিনেত্রীর কথায় তাদের সম্পর্কটাই পর্দায় প্রেম হয়ে ফুটে উঠেছে।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥