• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের দুবছর যেতেই বিচ্ছেদের জল্পনা, নিন্দুকদের হাই ভোল্টেজ রিপ্লাই দিলেন নীল-তৃণা

টলিপাড়ার (Tollywood) অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন তৃণা সাহা (Trina Saha) এবং নীল ভট্টাচার্যের (Neel Bhattcharya)। দুজনে একই সিরিয়ালে এখনও পর্যন্ত অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ার দৌলতেই তাদের জুটিটা কিন্তু বেশ জনপ্রিয়। এই মুহূর্তে টলিপাড়ার এই দুই পাওয়ার কাপল অভিনয় করছেন একই চ্যানেলের দুটি আলাদা বাংলা সিরিয়ালে (Bengali Serial)।

একটিদিকে নীল অভিনয় করছেন স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়ালে ভিকি ওরফে বিক্রম চরিত্রে। অন্যদিকে তৃণাকে দেখা যাচ্ছে ওই একই চ্যানেলের ওপর একটি জনপ্রিয় সিরিয়াল ‘বালিঝড়’ এ। প্রসঙ্গত বিগত বেশ কিছুদিন ধরে টলিপাড়ায় জোর গুঞ্জন (Rumour) সম্পর্ক ভাঙছে (Breakup) টেলিভিশন দুনিয়ার এই জনপ্রিয় লাভ বার্ডসদের।

   

Tollywood,টলিউড,Bengali Serial,বাংলা সিরিয়াল,তৃণা সাহা,Trina Saha,নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,New নতুন রীল ভিডিও,Reel Video,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত ২০২১ সালের ৪ ফ্রেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন টেলিপাড়ার এই দুই মিষ্টি জুটি। এবছর এই বিবাহবার্ষিকীতেই তৃণার সাথে বিচ্ছেদের সমস্ত জল্পনা উড়িয়ে একসাথে ছবি দিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন নীল। বেশ অনেকদিন হয়ে গেল একসাথে রীল ভিডিও করতে দেখা যায় না ত্রিনিল জুটিকে।

Tollywood,টলিউড,Bengali Serial,বাংলা সিরিয়াল,তৃণা সাহা,Trina Saha,নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,New নতুন রীল ভিডিও,Reel Video,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

আসলে আজকালকার দিনে সবটাই এতটাই বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে যে বহুদিন ধরে প্রিয় জুটির একসাথে কোন ছবি কিংবা রীল  ভিডিও না দেখে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন ‘তৃণীল’ জুটির অসংখ্য অনুরাগীরা।

সব মিলিয়ে প্রিয় জুটিকে একসাথে রীল ভিডিও করতে না দেখে কিংবা একসাথে তাদের ছবি না দেখে অনুরাগীদের অভিযোগ ছিল বহুদিনের। এবার সকলের বহুদিনের ইচ্ছা পূরণ করলেন নীল তৃণা। অনেকদিন পর আজ আবার একসাথে রীল ভিডিও করতে দেখা গেল সকলের প্রিয় তৃণীল জুটিকে।

যা দেখে ইনস্টাগ্রামে ওই ভিডিওর কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন ‘প্রিয় জুটি। কি মিষ্টি লাগে একসাথে দুজনকে। আবার কেউ লিখেছেন ‘উফ, কতদিন পর তৃণীলের একসাথে রিলস দেখছি। তৃণীলের রিলসের জন্য সবসময় অপেক্ষা করে থাকি। ভীষণ মিষ্টি লাগছে দুজনকে’।

site