বাংলা মিডিয়াম নাকি ইংরাজি মিডিয়াম আমাদের রাজ্যে পড়াশোনার ক্ষেত্রে এমনকি আরেকটু বড় হলে চাকরি জোটাতে গিয়েও এই দুই মাধ্যমের মধ্যে দড়ি টানাটানির বিষয়টা কিন্তু একেবারেই নতুন নয়। বাংলায় হয়ে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাটা যেন অপরাধ। তাই তো আজও অনেকেই বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের খানিকটা বাঁকা নজরেই দেখেন, সেইসাথে বাড়তি পাওনা অবহেলা।
যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন তারা বোধ হয় বিষয়টা আরও ভালো ভাবে উপলদ্ধি করতে পারবেন।সম্প্রতি এই বাংলা মিডিয়াম বনাম ইংরাজি মিডিয়ামের অলিখিত এক ঠান্ডা লড়াইয়ের গল্প নিয়েই আসছে স্টার জলসার নতুন সিরিয়াল (New Serial) ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। জি বাংলার কৃষ্ণকলির পর এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন ছোট পর্দার নিখিল শ্যামা জুটি।
অর্থাৎ এই নতুন মেগা সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)-কে। আর তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)-কে। এখনও পর্যন্ত সিরিয়ালের প্রোমো দেখে যতদূর জানা যাচ্ছে গ্রামের মেয়ে ইন্দিরা আসবে কলকাতার সেরা স্কুলে শিক্ষিকা হিসেবে। এই চাকরিটা সে অর্জন করবে নিজের মেধার জোরে। অন্যদিকে সেই নামি স্কুলের মালিক পক্ষের চরিত্রে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্য কে।
প্রকাশ্যে প্রোমোতে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন ছোট পর্দার শ্যামা। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সিরিয়ালের প্রচারের উদ্যেশ্যে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে উঁচু করে পরা আটপৌরে শাড়ি, তেলা মাথার দুপাশে দুটো বিনুনি,পায়ে হাওয়াই চটি। আগামীদিনে এইভাবেই বাংলা মিডিয়ামে পরা গ্রামের মেয়ে ইন্দিরা হয়ে উঠবেন শহরের সেরা স্কুলের শিক্ষিকা।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘বাংলা মিডিয়াম তাতে কী? নিজের মেধার জোরে কলকাতার সেরা স্কুলে শিক্ষিকা হিসেবে জায়গা করে নিতে আসছে ইন্দিরা’। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে স্টার জলসার পর্দায় আগামী ১২ ডিসেম্বর থেকে প্রতি সোম থেকে রবি রাত আটটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।