স্টার জলসা হোক কিংবা জি বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়াল (New Serial) শুরু হওয়াটা একেবারে জলভাতে পরিণত হয়েছে। কারও বয়স আট মাস তো কারও মাত্র তিন মাস। কম টিআরপির কারণে ইতিমধ্যেই বন্ধ হয়েছে একের পর এক সিরিয়াল। তবে সেইসাথে শুরু হয়েছে এক গুচ্ছ নতুন সিরিয়াল।
তবে নতুন সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে অনেকে অভিনেতা অভিনেত্রীই আবার বদলে ফেলছেন চ্যানেল। টিভির পর্দায় সুপারহিট জুটিদের নতুন মেগায় ফিরিয়ে আনার বিষয়টি এখন নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। এই যেমন স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এই সিরিয়ালে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ খ্যাত নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)।
এই নিয়ে দ্বিতীয় বার একসাথে জুটি বেঁধেছেন পর্দার নিখিল-শ্যামা। মাত্র এক সপ্তাহ আগে শুরু হয়েছে এই সিরিয়াল। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধূলোকণা’ শেষ হতেই তার জায়গা নিয়েছে নীল-তিয়াসার নতুন সিরিয়াল। এরইমধ্যে দেখা যাচ্ছে আরও একবার জি বাংলার পর্দায় ফিরে এসেছেন ছোট পর্দার নিখিল-শ্যামা।
কিন্তু কিভাবে? জানা যাচ্ছে আসলে এবার জি বাংলার পর্দায় ফিরিয়ে আনা হয়েছে নীল-তিয়াসার পুরনো সিরিয়াল কৃষকলি। টানা চার বছর ধরে টিভির পর্দায় দাপট দেখানো এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছে আরও একবার। একটা সময় টানা ৩২ বার বেঙ্গল টপার হয়ে হয়েছিল কৃষ্ণকলি। পরে যদিও সেই রেকর্ড ভেঙে দিয়েছিল মিঠাই।
কিন্তু এতদিন পর জি বাংলায় (Zee Bangla) আচমকা কৃষ্ণকলির সম্প্রচার দেখে নিন্দুকদের দাবি ‘জি বাংলা বোধ হয় নীলদাকে মিস করছে’। প্রসঙ্গত ইদানিং পুরোনো সিরিয়াল নতুন করে সম্প্রচার করার বিষয়টা নতুন নয়। কিন্তু এখনই স্টার জলসায় নীল তিয়াসা জুটির নতুন সিরিয়াল শুরু হওয়ায় বিষয়টা একেবারেই ভালো ঠেকছে না দর্শকদের কাছে। তবে এখন দেখার ইন্দিরা-বিক্রম জুটি নিখিল-শ্যামার জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারে কিনা।