• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এখনও মেঘকেই ভালোবাসি! ময়ূরীকে সত্যি জানিয়ে বিয়ে ভাঙছে নীল, ফাঁস ইচ্ছেপুতুলের আগাম পর্ব

Published on:

Neel said to Mayuri that still he is in love with Megh only Iccheputul serial upcoming episode

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। ধারাবাহিকটি  টিআরপি তালিকায় সেভাবে কামাল দেখাতে না পারলেও দর্শকমহলে কিন্তু এই সিরিয়ালের জয়জয়কার। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা ইচ্ছে পুতুলের ফ্যান পেজগুলি থেকেই একথা স্পষ্ট। দুই নায়িকা মেঘ-ময়ূরী এবং নায়ক নীল (Megh-Mayuri-Neel) ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে এই সিরিয়ালের আরো একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখন এই ধারাবাহিকে মেঘ-নীল-ময়ূরী এবং জিষ্ণুর সম্পর্কের টান-পোড়নের নানান খুঁটিনাটি মুহূর্তের পাশাপাশি গুরুত্ব পেয়ে চলেছে নীলের বোন গিনির উপর তার লম্পট স্বামী রূপের অকথ্য অত্যাচারের দিক টাও। গত পর্বেই দেখা গিয়েছে মেঘকে  অপদস্থ করার জন্য ইচ্ছা করে মেঘ আর জিষ্ণুর সম্পর্কে সংবাদপত্রে বাজে খবর রটিয়েছে ময়ূরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,নীল,Neel,ময়ূরী,Mayuri,আসন্ন পর্ব,Upcoming Episode

মেঘকে যাতে নীলের চোখে আরও টেনে নামিয়ে আনা যায় তাই এই জঘন্য কাজ করেছে ময়ূরী। যা দেখার পর থেকে মাথায় রক্ত উঠে গিয়েছে নীলের। আগামী পর্বে দেখা যাবে মেঘের সাথে জিষ্ণুর খবরটা পেপারে দেখার পরেই নীল মেঘের বাড়ি ছুটে এসে জিষ্ণুকে বেধড়ক মারধর করেছে।

পাশাপাশি মেঘকেও যাচ্ছে তাই ভাবে কথা শুনিয়েছে নীল। তবে নীলের এই হম্বিতম্বি দেখে চুপ থাকেনি মেঘের বাবা অনিন্দ্যবাবুও। তিনি নীলকে একপ্রকার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছেন। এরই মধ্যে ফাঁস হয়েছে এই সিরিয়ালের আগামী পর্ব।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,নীল,Neel,ময়ূরী,Mayuri,আসন্ন পর্ব,Upcoming Episode

আগামী পর্ব দেখা যাবে গানের অ্যালবামের জন্য রেকর্ডিং এ মেঘ জিষ্ণুর গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গুরুজি।অন্যদিকে স্টুডিওতে উপস্থিত এক ব্যক্তি জানান যে তিনি নাকি দীর্ঘ ৩০ বছরে এত সুন্দর গান শোনেননি কোনোদিন।

https://youtu.be/5v8tlIaiA20?si=E222F5YwBiq9ph9t

 

অন্যদিকে দেখা যাবে  নীল ময়ূরীর সামনে অকপটে স্বীকার করে নেবে সে মেঘকে ছাড়া জীবনে আর কাউকে ভালবাসতে পারবে না। নীলের মুখে বিয়ের আগে এ কথা শুনে ভীষণ মন খারাপ হয়ে যায় ময়ূরীর। এখন দেখার আগামী পর্বে সত্যিই কি নীল আর ময়ূরীর বিয়ে ভাঙবে? নাকি দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও নতুন কোনো চমক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥