এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতে অন্যতম ব্যস্ততম অভিনেতা হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। যদিও ছোট পর্দার দর্শকদের কারও কাছে তিনি নিখিল (Nikhil) আবার কারোর কাছে তিনি অভি (Abhi) নামেই বেশি পরিচিত। ইদানিং প্রায় শেষের মুখে জি বাংলার পর্দায় সম্প্রচারিত তার সিরিয়াল ‘উমা’ (Uma)। একেবারেই মফস্বল থেকে উঠে আসা লড়াকু মেয়ে উমার মহিলা ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল।
ধারাবাহিকের নায়ক অভি ছিল তার সার্বক্ষণের ছায়া সঙ্গী। গতকাল অর্থাৎ মঙ্গলবারই এক বছরের মাথায় শেষ হয়েছে সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। চলতি সপ্তাহেই টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে অভি-উমার এই সিরিয়াল। কিন্তু যতই হোক দিনের পর দিন একসাথে শুটিং করতে করতে সিরিয়ালের সমস্ত কলাকুশলীরাই একেবারে পরিবারের মত হয়ে ওঠেন।
ব্যতিক্রম নয় উমা অভির এই সিরিয়ালও। অভিনেতা নীল ভট্টাচার্যের কথায় তিনি ভীষণ মিস করবেন ছেলেদের মেকাপ রুমের হুল্লোড়। আনন্দবাজার অনলাইনে অভিনেতা বলেছেন দু-তিন দিনের কাজ হলে কোন টান তৈরি হয় না। কিন্তু টানা এক বছর ধরে কোনো ধারাবাহিক চললে তার জন্য মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক।
তবে উমা শেষ হচ্ছে তার মানে এই নয় পর্দার অভি তথা অভিনেতা নীল ভট্টাচার্যের ব্যস্ততা শেষ হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল স্টার জলসার পর্দায় ফের একবার তিনি জুটি বাঁধতে চলেছেন ‘কৃষ্ণকলি’ (Krishnakoli) সিরিয়ালের নায়িকা শ্যামা (Shyama) অভিনেত্রী তিয়াসা লেপচার (Tiyasa Lepcha) সাথে। আর এদিন আনন্দবাজার অনলাইন এর কাছে একটি সাক্ষাৎকারে এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন অভিনেতা নিজেই।
নীল নিজের মুখে জানিয়েছেন ‘আবার তিয়াসার সঙ্গে জুটি, বাড়তি আনন্দ তো আছেই।’ তও আবার অভিনেতার পুরোনো চ্যানেল স্টার জলসা। সেদিক দিয়ে দেখতে গেলে এটা একপ্রকার অভিনেতার ঘরে ফেরায় হয়। তবে এবার নীল তিয়াসা জুটির গল্প থেকে চরিত্র সবটাই হতে চলেছে একেবারে ভিন্ন স্বাদের। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিয়ালের প্রমো শুট হতে চলেছে।