• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ মারা গেলে হাসতে হয়! শ্রাদ্ধানুষ্ঠানে রসিকতা, নীলকে ধুয়ে দিল দর্শকেরা

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম হল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। ধারাবাহিকের প্লট অনুযায়ী চট্টোপাধ্যায় পরিবারে এখন চলছে শোকের ছায়া। সদ্য এই ধারাবাহিকে প্রয়াত হয়েছেন বাড়ির কর্ত্রী তথা বিক্রমের অত্যন্ত কাছের মানুষ, তার ঠাম্মি।

আর এতদিন এই ঠাম্মিই ছিলেন বিক্রম আর ইন্দিরার (Bikram & Indira) সম্পর্কের একমাত্র যোগসূত্র। কিন্তু এবার সেই ঠাম্মাই আর না থাকায় এখন দেখার বিক্রম আর ইন্দিরার সম্পর্কটা ঠিক কোন খাতে বয়ে যায়। প্রসঙ্গত সিরিয়ালে অভিনয়ের সূত্রে দিনের বেশিরভাগ সময়টাই শুটিং ফ্লোরে কাটাতে হয় অভিনেতা অভিনেত্রীদের।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,বাংলা মিডিয়াম,Bangla Medium,বিক্রম,Bikram,ইন্দিরা,Indira,ঠাম্মা,Thammi,মৃত্যু,Death,মজার ভিডিও,Funny Video,দর্শক,Audience,ক্ষোভ,Angry,সোশ্যাল মিডিয়া,Social Media

যার ফলে যতই স্ক্রিপ্টেড হোক না কেন অভিনয়টা খুব স্বতন্ত্রভাবেই পর্দায় ফুটিয়ে তোলেন সমস্ত কলাকুশলীরা। তাই স্বাভাবিকভাবে সিরিয়ালে শোকের দৃশ্য হলে শট শেষ হয়ে যাওয়ার পরেও মনটা বেশ ভারাক্রান্ত থাকে সকলেরই। কিন্তু এবার এক উল্টো পুরান দেখা গেল এই বাংলা মিডিয়াম সিরিয়ালের সেটে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,বাংলা মিডিয়াম,Bangla Medium,বিক্রম,Bikram,ইন্দিরা,Indira,ঠাম্মা,Thammi,মৃত্যু,Death,মজার ভিডিও,Funny Video,দর্শক,Audience,ক্ষোভ,Angry,সোশ্যাল মিডিয়া,Social Media

এদিন সিরিয়ালের সেট থেকেই অফ ক্যামেরা একটি ভিডিও শেয়ার করেছেন বিক্রম অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে চট্টোপাধ্যায় পরিবারের সবাই যখন শোকের অবহে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। তখন যেন কিছুতেই হাসি থামছে না পর্দার বিকি অর্থাৎ নীল ভট্টাচার্যের। আর তাকে দেখে হাসি চাপতে পারছেন না পাশে দাঁড়িয়ে থাকা সহ অভিনেতা আয়ুস দাস।

আর এই ভিডিওর ক্যাপশনে নীল লিখেছেন ‘মৃত্যু দৃশ্যের পিছনের দৃশ্য।’ সেইসাথে অভিনেতা লিখেছেন ‘সবাই যখন সিরিয়াস তখন আমি’ সাথে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি। তবে যতই সিরিয়াল হোক না কেন নীলের এই আচরণে বেজায় ক্ষুব্ধ দর্শক।

মৃত্যুর মতো এমন সংবেদনশীল বিষয় নিয়ে নীলের রসিকতা একেবারেই ভালো চোখে দেখছেন না দর্শক। তাই কমেন্ট সেকশনে কেউ লিখেছেন ‘কেউ মারা গেলে হাসতে হয়?’ আবার কেউ লিখেছেন ‘আপনাদের ন্যূনতম কোনও নিষ্ঠা নেই, ছিঃ!’

site