• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দো ফুল এক মালী! বিয়ের আগে রিল ও রিয়েল লাইফের দুই বউকে নিয়ে ফুল সোয়াগে নীল ভট্টাচার্য

Published on:

নীল ভট্টাচার্য Neel Bhattacharya Trina Saha তৃণা সাহা Tiasha Roy তিয়াস রায়

বাংলা সিরিয়াল কৃষ্ণকলির অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এখন সংবাদ মাধ্যমের শিরোনামে আছে। কারণ আর কিছুদিন বাদেই খড়কুটোর অভিনেত্রী তৃণা সাহাকে (Trina Saha) বিয়ে করতে চলেছেন নীল। দীর্ঘ দিন ধরেই দুজনের মধ্যে প্রেম চলছে। গত বছরেই নিজেদের বিয়ের সিদ্ধান্ত নেন, ঠিক করেন নতুন বছরেই সারবেন বিয়ে। আর এবার যত দিন যাচ্ছে ততই সময় কমে আসছে বিয়ের তাই টলিপাড়ায়  বেশ চর্চায় রয়েছেন টেলিভিশনের এই  তারকাজুটি।

বাস্তবে নীল ভট্টাচার্য তৃণা কে বিয়ে করতে চলেছেন ঠিকই, কিন্তু রইল লাইফে অর্থাৎ সিরিয়ালে কিন্তু নীল ইতিমধ্যেই বিবাহিত। সিরিয়ালে শ্যামা তথা অভিনেত্রী তিয়াশা রায়ের (Tiasha Roy) বরের চরিত্রেই অভিনয় করছেন নীল। অভিনেতা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ও পুপুলার। প্রায় প্রতিদিনই ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। বেশির ভাগ যদিও হবু বৌ তৃণা সাহার সাথেই রিল ভিডিও শেয়ার করেন অভিনেতা, তবে মাঝে মধ্যেই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের নিয়েও বানিয়ে ফেলেন মজাদার সব ভিডিও।

নীল ভট্টাচার্য Neel Bhattacharya Trina Saha তৃণা সাহা Tiasha Roy তিয়াস রায়

সম্প্রতি নীল ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তৃণা সাহা তো আছেনই, সাথে রয়েছে রিল লাইফের বৌ শ্যামা অর্থাৎ তিয়াশাও। আর দুজনকে একসাথে নিয়েই ফুল সোয়াগে ভিডিও বানিয়েছেন নীল। একেবারে দো ফুল এক মালী গোছের হয়েছে ভিডিওটি। ভিডিওতে ব্যাকগ্রউন্ডে রয়েছে ‘গরমি’ গানটি।

নীল ভট্টাচার্য Neel Bhattacharya Trina Saha তৃণা সাহা Tiasha Roy তিয়াস রায়

ভিডিওটি যদিও বেশ পুরোনো নয়, তবে এই ভিডিওটি শেয়ার হবার পর থেকেই তা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ধীরে ধীরে অনেকেই এই ভিডিও দেখে গেলেছেন। সাথে ভিডিও দেখে ফুল সোয়াগ বলে মন্তব্যও করেছেন অনেকেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥