• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বপ্নপূরণ হতে বাকি মাত্র ৭ দিন! দেখুন নীল – তৃণার চোখ ধাঁধানো বিয়ের কার্ড

Published on:

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! অবশেষে পরিণতি পেতে চলেছে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha) এর ১০ বছরের প্রেম।
তাদের দরজায় কড়া নাড়ছে ৪ঠা ফেব্রুয়ারী। হ্যাঁ আর মাত্র ৭ দিন পরেই সাত পাকে ঘুরবেন নীল তৃণা।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

এবার আর লাইট-ক্যামেরা-অ্যাকশন বলে বিয়ের অনুষ্ঠান হবে না, বরং বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণের মধ্যে দিয়ে হিন্দু রীতিনীতি মেনে সারাজীবনের জন্য গাঁটছড়া বাঁধবেন এই তারকা জুটি। তাদের বিয়ে নিয়ে উচ্ছ্বাসের রেশ সারা টলিউডেই৷ নীল তৃণার বাড়িতেও সাজো সাজো রব।

Neel Bhattacharya Trina Saha

বিয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন দুজনেই। হবু বর কনে উভয়েই সেরে ফেলেছেন ব্যাচেলার পার্টি। শ্যুটিং এর ফাঁকে এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছেন আইবুড়ো ভাত। চলছে কেনাকাটিও। এরমাঝেই প্রকাশ্যে এল নীল-তৃণার রিসেপশনের কার্ড। ৪ তারিখে বিয়ের পর এই জুটি নিজেদের রিসেপশনের জন্য বেছে নিয়েছেন ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারী।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

প্রথম থেকেই নীল তৃণার বিয়েতে থাকছে চমক। কারণ বিয়ের কার্ডই (wedding card) যদি এমন নজরকাড়া হয় বিয়ে কতটা জমকালো হতে চলেছে তা আন্দাজ করাই যায়। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিন শহরের এক নামী ক্লাবে বসছে জুটির রিসেপশন পর্ব। নীল-তৃণার রিসেপশনের আমন্ত্রণপত্র বেশ নজরকাড়া। কারণ আমন্ত্রণপত্রের মধ্যে নবদম্পতির সাজে নীল-তৃণার ক্যারিকেচার চোখ টানছে সকলের।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

বিয়ের আগেই রূপকথার গল্পের মতো বাগদান (Engagement) সেরেছেন নীল এবং তৃণা। রাজকন্যা তৃণার জন্য আকাশপথে উড়ে এল আঙটি, আর সেই আঙটি পেরে নিল রাজপুত্তুর। তারপর তার স্বপ্নের রাজকন্যার হাতে ভালোবেসে পরিয়ে দিলেন সেই আঙটি। তারপর তৃণাও নীলের হাতে আঙটি পরিয়ে জানালেন সম্মতি। তারপর দুজন দুজনের কোমর জড়িয়ে নাচলেন রোমান্টিক ডান্স।

তৃনা সাহা Trina Saha Viral Video ভাইরাল ভিডিও নীল ভট্টাচার্য Neel Bhattachartya

কলকাতার এক নামজাদা ফ্যাশন ব্র‍্যান্ড হবু দম্পতির সঙ্গীতের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক তৈরি করছে। বিয়ের দিন একদম ট্র‍্যাডিশানাল বাঙালি সাজেই নিজেকে দেখতে চান তৃণা। তাই তারজন্য তৈরী হচ্ছে এক্সক্লুসিভ লাল বেনারসি এবং সোনার গয়না। নীলের সাজেও থাকবে লালের ছোঁয়া। ডিজাইনার অভিষেক রায়ের কাঁধেই রয়েছে বর-কনেকে সাজানোর দায়িত্ব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥