বাঙালি দর্শকদের বা বলা ভালো সিরিয়ালপ্রেমীদের পছন্দের সিরিয়ালের মধ্যে অন্যতম হল ‘খড়কুটো’ ও ‘কৃষ্ণকলি’। দুই সিরিয়ালের মূল চরিত্রের মধ্যে রয়েছে ভালোবাসার তথা বৈবাহিক সম্পর্ক। খড়কুটো সিরিয়ালের গুনগুন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। আর অন্যদিকে কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামার বর নিখিলের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। বিগত ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে বিয়ে করেছেন দুজনে।
সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় নীল তৃণা উভয়েই। লক্ষাধিক অনুগামীদের জন্য নিয়মিত রিল ভিডিও শেয়ার করেন দুজনেই। তবে, বিবাহের কারণে কিছুদিনের বিরতি পড়ে গিয়েছিল সোশ্যাল লাইফে। কিন্তু আর না, বিয়ের মিটতেই তৃণাকে ভালোবাসার আদরে ভরিয়ে দিলেন নীল।
টেলিভিশনের জনপ্রিয় তারকা হবার সূত্রে বিয়ের আগে থেকে শুরু করে বিয়ে এমনকি বিয়ের পরেই প্রতিনিয়ত ভাইরাল হয়েপড়ছিল দুজনের ছবি ও নানান ভিডিও। বিয়ের পরে আর পাঁচটা সেলেব্রিটি কাপলের মত নীল-তৃণাও ঠিক করেছিলেন হানিমুনে যাবেন। ইচ্ছা ছিল মধুচন্দ্রিমা কাটাবেন বিদেশের মাটিতে। কিন্তু সে গুড়ে বালি! সব মিলিয়ে হানিমুনের কোনো অবকাশই পাচ্ছিলেন না দুজনের কেউই।
অবশেষে দিন কয়েক আগেই বন্ধুবান্ধব নিয়ে দার্জিলিং থেকে ঘুরে আসেন নীল তৃণা। কিন্তু এখন সারা দেশব্যপী যেভাবে করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে পুরোনো ভিডিও দেখেই মন ভালো করছেন ‘তৃনীল’ জুটি। সম্প্রতি নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন নীল, যেখানে দেখা যায় অভিনেত্রীকে কোলে তুলে নিয়েছেন তিনি, আর পেছনে বাজছে নীলের প্রথম ধারাবাহিক ‘ঠিক যেন লাভ স্টোরি’ র টাইটেল ট্র্যাকটি। এই রোমান্টিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram