• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর একা থাকতে পারছেন না তৃণা সাহা! নীলকে কাছে পেতে ঝটপট বিয়ের কথা বললেন অভিনেত্রী

নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) আর তৃণা সাহার (Trina Saha) দরজায় কড়া নাড়ছে ৪ঠা ফেব্রুয়ারি। টলিউডের ‘চকলেট বয়’ নীল আর ‘মিষ্টি মেয়ে’ তৃণার আইবুড়ো নাম ঘোঁচার সময় তো চলেই এলো।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

আগামী ৪ঠা ফ্রেবুয়ারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এর পর ১৪ই ফ্রেবুয়ারী ভ্যালেন্টাইন্স ডে এর দিনেই হতে চলেছে বিয়ের রিসেপশন। সিরিয়ালের এই দুই চেনা মুখের বিয়ে নিয়ে বেশ উৎসুক দর্শকেরাও। এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রেমময় ছবি আর রোমান্টিক সব ভিডিও দেখে আসছিলেন দর্শকেরা। এবার চার হাত এক করে নতুন জীবন শুরু করতে চলেছেন এই তারকাজুটি। তাদের বিয়ে নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই।

তৃনা সাহা Trina Saha Viral Video ভাইরাল ভিডিও নীল ভট্টাচার্য Neel Bhattachartya

কিন্তু আর কয়েকটা দিনও যেন অপেক্ষা করতে পারছেনা তৃণা। বউ সেজে এক্ষুনি নীলকে বিয়ে করার জন্য বায়না ধরেছেন অভিনেত্রী। সম্প্রতি নীল নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় গানে বউ সেজে নীলকে তৃণা বলছেন “আমাকে ঝটপট বউ বানিয়ে নাও”, আর অন্যদিকে টোপর মাথায় দিয়ে কাচুমাচু মুখে নীল তৃণাকে বলছেন ” আমি তো জঙ্গলী, আমাকে কেন বর বানাতে চাইছ?”

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

এই মিষ্টি ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও শেয়ার করে নীল ক্যাপশনে লিখেছেন,’ আর মাত্র কটা দিনের অপেক্ষা, নীল তৃণার বিয়ে বলে কথা। আপনারা এক্সাইটেড তো?’ কমেন্ট বক্সে নীল তৃণাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥