• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেকাপ ছাড়া কুকুরের মতো লাগে তৃণাকে! নিজের বৌকে নিয়েই মজার ভিডিও বানিয়ে লোক হাসালেন নীল

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেতা হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। তাঁর ‘চকলেট বয়’ লুকে ফিদা বাংলার অজস্র তরুণী। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ (Krishnakali) সিরিয়ালে নিখিল চৌধুরীর চরিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন নীল। পাশাপাশি এখন তাকে ‘উমা’ সিরিয়ালেও মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে।

তবে দর্শকদের কাছে রিল লাইফের অভি কিংবা নিখিলের মতোই অত্যন্ত প্রিয় রিয়েল লাইফের নীল ভট্টাচার্য। কারণ অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ থাকেন নীল। একের পর এক নানান মজার ইনস্টাগ্রাম রিল ভিডিও তৈরি করতে থাকেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই এক মজার অথচ রিস্কি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা।

   

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,রিল ভিডিও,Reel Video,নো মেকআপ লুক,No Makeup Look,ভিডিও কল,Video Call,ফানি ভিডিও,Funny Video

রিস্কি বলছি কারণ ভিডিওটির নীচে নীল নিজেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। বিষয়টা খুলেই বলা যাক তাহলে, আসলে ওই ভিডিওটিতে নিজের স্ত্রী তথা অভিনেত্রী তৃণা সাহাকে (Trina Saha) খেপিয়ে মজা করেছেন নীল। যা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তৃণা সাহা,Trina Saha,রিল ভিডিও,Reel Video,নো মেকআপ লুক,No Makeup Look,ভিডিও কল,Video Call,ফানি ভিডিও,Funny Video

মজার ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে নীল তৃণাকে ভিডিও কল করতে করতে বলছে ‘উফ তৃণাকে তাড়াতাড়ি ফোন ধরো, সবসময় লেট’। এরপরেই ভিডিওতে আসে আসল টুইস্ট। কল রিসিভ হতেই মোবাইল স্ক্রিনে তৃণাকে বদলে ভেসে ওঠে একটি ছোট্টো কিউট কুকুরের ছবি।

এরপরেই মজার ছলে নীল বলে ওঠে ‘আরে তোমাকে তো বলেছি নো মেকআপ লুকে ক্যামেরার সামনে আসবে না। যাইহোক এভাবেও তোমায় কিউট লাগছে। ভিডিওটি তৃণাকে ট্যাগ করে নীল লিখেছেন ‘তৃণার সাথে আমার ভিডিও কল। এটার জন্য আমায় খুন করো না তৃণাকে।’ যদিও চুপ থাকেননি তৃণাও। কমেন্ট সেকশনে নীলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন এর জন্য কঠিন জবাব দেবেন তিনি। উত্তরে আবার নীল লিখেছেন ‘ভায়োলেন্স কোনো সমাধান নয়, ক্ষমাশীল হও।’