টলিপাড়ায় লেগেই রয়েছে খুশির রেশ। একে একে বিয়ের ফুল ফুটছে টলি তারকাদের মনে। এরমাঝেই শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন পাওয়ার কাপল কৃষ্ণকলি ধারাবাহিকের ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং ‘খড়কুটো’র ‘গুনগুন’ তথা তৃণা সাহা (Trina saha)।
চলতি বছরের ৪ঠা ফেব্রুয়ারীই সাতপাকে বাঁধা পড়বেন তারা। আর তার আগে ইতিমধ্যেই বিগত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গিয়েছে এই তারকাজুটির সঙ্গীত। বাগদানের দিনে রূপকথার গল্পের মত আকাশ থেকে ড্রোনের মাধ্যমে আংটি। আর সেই আংটি নীল পরিয়ে দিয়েছেন তৃণা সাহার হাতে। বাগদানের দিনেও একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।
আসলে টালিপাড়ার এক দুই সেলেব্রিটি ব্যাপক জনপ্রিয়। টেলিভিশনের পর্দায় দুজনেই দুর্দান্ত অভিনয় করে মন জিতে নিয়েছেন দর্শকদের। আর দুজনেই সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজেদের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করতেন যা দর্শকদের বেশ পছন্দ ছিল। তাই টলিপাড়ার এই বিয়ে নিয়ে বেশ উত্তেজনা রয়েছে বাঙালি অনুগামী তথা দর্শকদের মধ্যে।
দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসছে, আর যত দিন এগিয়ে আসছে ততই জোরকদমে চলছে প্রস্তুতি। আর নানান ব্যস্ততার মাঝেই আইবুড়ো ভাত পর্ব সেরেছেন নীল তৃণা জুটি। টেলিভিশন জগতের আরেক জনপ্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন বাড়িতে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ পেয়েছিলেন নীল ও তৃণা। সেখান থেকে আইবুড়ো ভাতের ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা যা শেয়ার হবার পরেই ব্যাপক ভাইরাল হয়েছিল।
সম্প্রতি নীল তৃনা জুটির আবারো একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী তৃণা সাহা নিজেই সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে হবু বড় নীল ভট্টাচার্যের কোলে শুয়ে রীতিমত বিয়ের আগেই শুভদৃষ্টির পালা সারছেন তৃণা। ছবি শেয়ার করে তৃণা ক্যাপশনে লিখেছেন, ‘ এটা খুব শীঘ্রই সত্যি হতে চলেছে’। বিয়ের আগে নীল-তৃণার এই প্রি শুভদৃষ্টির ছবি এখন ভাইরাল নেটপাড়ায়।