• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুঃস্থ পথশিশুদের মুখে হাসি ফোটাতে এবার পথে নামলেন নীল-তৃণা! খাবারের সাথে বিলি করলেন খুশি

নীল ভট্টাচার্য,তৃণা সাহা,করোনা ভাইরাস,ত্রাণ,গুনগুন,কৃষ্ণকলি,খড়কুটো,Neel Bhattacharya,Trina Saha,corona virus,gungun,krishnakoli,khorkuto

 

‘তুমিও মানুষ, আমিও মানুষ তফাৎ কেবল শিরদাঁড়ায়’। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বেহাল বাংলা। রাজ্য জুড়ে জারি হয়েছে লকডাউন। এইসময়কাল এক শ্রেণীর কাছে কেবলমাত্র ‘ছুটি’ হলেও একদল মানুষের কাছে অভিশাপ। ট্রেন, বাস, দোকান পাট বন্ধ থাকায় দুবেলা দুমুঠো পেটের ভাত জোটাতেও হিমশিম খাচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষ গুলো।

পথই যাদের ঘরবাড়ি, পথই যাদের সংসার ইয়াস, করোনার দাপটে তারাও জেরবার। জুটছেনা খাবার, নেই পরনে ঠিক মতো পোশাকও। তাদের কাছে পুষ্টিকর খাবার, মাস্ক, স্যানিটাইজার যেন ‘সোনার পাথরবাটি’। এবার সেই দুঃস্থ ফুটপাতবাসীর জন্যেই মন কেঁদে উঠলো টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহার (Trina Saha)।

নীল ভট্টাচার্য,তৃণা সাহা,করোনা ভাইরাস,ত্রাণ,গুনগুন,কৃষ্ণকলি,খড়কুটো,Neel Bhattacharya,Trina Saha,corona virus,gungun,krishnakoli,khorkuto

এবার তাদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃনীল জুটি। দিন কয়েক আগেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছেন নীল-তৃণা। সেই সংস্থার উদ্যোগেই এদিন প্রায় পাঁচশো খাবারের প্যাকেট বিলি করা হল শহরের ফুটপাতে।

নীল ভট্টাচার্য,তৃণা সাহা,করোনা ভাইরাস,ত্রাণ,গুনগুন,কৃষ্ণকলি,খড়কুটো,Neel Bhattacharya,Trina Saha,corona virus,gungun,krishnakoli,khorkuto

প্রথমদিন কুমোরটুলি এলাকায় গিয়ে সেখানে রিকশাওয়ালা এবং দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করেন। দ্বিতীয় দিন নীল-তৃণা তাঁদের টিম নিয়ে পৌঁছে যান ভবানীপুর এলাকায়।

নীল ভট্টাচার্য,তৃণা সাহা,করোনা ভাইরাস,ত্রাণ,গুনগুন,কৃষ্ণকলি,খড়কুটো,Neel Bhattacharya,Trina Saha,corona virus,gungun,krishnakoli,khorkuto

সেখানকার ফুটপাতবাসী শিশুদের হাতে তুলে দেন খাবারের প্যাকেট। অতিমারী আর এই কঠিন মনখারাপের সময়ে এভাবেই খুশি খুঁজে নিতে এবং সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান সকলের প্রিয় গুনগুন ওরফে তৃণা আর নিখিল ওরফে নীল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥