• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাত পোহালেই বিয়ে! শুধু তৃণা নয়, মেহেন্দিতে হাত রাঙালো হবু বর নীলও

Published on:

Trina Saha

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! অবশেষে পরিণতি পেতে চলেছে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha) এর ১০ বছরের প্রেম। তাদের দরজায় কড়া নাড়ছে ৪ঠা ফেব্রুয়ারী। হ্যাঁ রাত টুকু পোহালেই সাত পাকে ঘুরবেন নীল তৃণা।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

এবার আর লাইট-ক্যামেরা-অ্যাকশন বলে বিয়ের অনুষ্ঠান হবে না, বরং বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণের মধ্যে দিয়ে হিন্দু রীতিনীতি মেনে সারাজীবনের জন্য গাঁটছড়া বাঁধবেন এই তারকা জুটি। তাদের বিয়ে নিয়ে উচ্ছ্বাসের রেশ সারা টলিউডেই৷ নীল তৃণার বাড়িতেও সাজো সাজো রব।

তৃনা সাহা Trina Saha Viral Video ভাইরাল ভিডিও নীল ভট্টাচার্য Neel Bhattachartya

কাল বিয়ে তাই আগের রাতেই দুহাত মেহেন্দিতে রাঙালেন হবু কনে তৃণা। কিন্তু প্রথম থেকেই নীল তৃণার বিয়েতে একেরপর এক নতুনত্বের ছোঁয়া দেখা গিয়েছে। বাগদান থেকে সঙ্গীত, প্রিওয়েডিং থেকে বিয়ের কার্ড সবেতেই ছিল চমক।

আর আজও তার অন্যথা হল না, শুধু তৃণা নয়। মেহেন্দি অনুষ্ঠানে হাত রাঙালেন হবু বর নীল ও। একহাতে নীল, একটি লভ চিহ্ন এঁকে তার মধ্যে লিখেছেব ‘তৃণা’, এবং তার অন্যহাতে লেখা ‘ত্রিনীল’।অন্যদিকে তৃণার হাত ভরতি মেহেন্দিতে ইতিমধ্যেই ধরতে শুরু করেছে রঙ।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে তৃণার সঙ্গে মেহেন্দির ছবি শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়ে যায়। তৃণার পরণে রূপোলি রঙা লেগেঙ্গা, আর নীল সেজেছেন সাদা শেরওয়ানিতে। এটা তো সবে ট্রেলার, ‘পিকচার অভি বাকি হ্যাঁ ‘।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥