• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপকথার গল্প! আকাশপথে উড়ে এল আংটি, হাঁটু গেড়ে বসে তৃণার আঙুলে আংটি পরালেন নীল

Published on:

Neel Bhattacharya Trina Saha

কৃষ্ণকলি ধারাবাহিকের ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং ‘খড়কুটো’র ‘গুনগুন’ তথা তৃণা সাহা (Trina saha) এবার রিয়েল লাইফেও গাঁটছড়া বাঁধতে চলেছেন। চলতি বছরের ৪ঠা ফেব্রুয়ারীই সাতপাকে বাঁধা পড়বেন তারা। আর তার আগে ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এই তারকাজুটির সঙ্গীত। যত দিন এগিয়ে আসছে ততই জোরকদমে চলছে প্রস্তুতি।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

বিয়ের আগেই রূপকথার গল্পের মতো বাগদান (Engagement) সারলেন নীল এবং তৃণা। রাজকন্যা তৃণার জন্য আকাশপথে উড়ে এলো আঙটি, আর সেই আঙটি পেরে নিল রাজপুত্তুর। তারপর তার স্বপ্নের রাজকন্যার হাতে ভালোবেসে পরিয়ে দিলেন সেই আঙটি। তারপর তৃণাও নীলের হাতে আঙটি পরিয়ে জানালেন সম্মতি। তারপর দুজন দুজনের কোমর জড়িয়ে নাচলেন রোমান্টিক ডান্স।

তাদের এই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। বাগদানের দিন হালকা গোলাপি রঙের শাড়িতেই নজর কেড়েছেন তৃণা। কনের সঙ্গে ম্যাচ করে বেইজ রঙের গলাবন্ধ শুটে চোখ ফেরানো যাচ্ছিলনা নীলের দিক থেকেও।

এনগেজমেন্টের আসরে টলিপাড়ার ঘনিষ্ঠ উপস্থিতিদের মধ্যে লাভবার্ডস রণজয়-সোহিনীও ছিলেন। তবে ইতিমধ্যেই ‘ব্রাইড টু বি’ তৃণা জানিয়েছেন, বিয়ে গোটাটাই হবে বাঙালি আদবকায়দায়। বিয়ের থিম ‘বাঙালিয়ানা’।

কলকাতার এক নামজাদা ফ্যাশন ব্র‍্যান্ড হবু দম্পতির সঙ্গীতের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক তৈরি করছে। বিয়ের দিন একদম ট্র‍্যাডিশানাল বাঙালি সাজেই নিজেকে দেখতে চান তৃণা। তাই তারজন্য তৈরী হচ্ছে এক্সক্লুসিভ লাল বেনারসি এবং সোনার গয়না। নীলের সাজেও থাকবে লালের ছোঁয়া। ডিজাইনার অভিষেক রায়ের কাঁধেই রয়েছে বর-কনেকে সাজানোর দায়িত্ব।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

সঙ্গীতের পর ৩রা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে তৃণার মেহেন্দি এবং হবু দম্পতির আইবুড়ো ভাত। সেদিন থাকছে অরিত্র বন্দ্যোপাধ্যায়ের লাইভ পারফরম্যান্স। ১৪ ফেব্রুয়ারি রিসেপশনে বাজাবে ডি জে ডিপ্পি। বিয়ের মেনুতেও থাকছে রকমারি পদ। নীলের পছন্দের মোগলাই থেকে তৃণার পছন্দের বাঙালি খাবার সবই থাকবে এই হাইপ্রোফাইল বিয়ের আসরে৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥