টলিপাড়ায় খুশির জোয়ার এসেই চলেছে নতুন বছরে একঝাঁক তারকারা বিয়ের প্ল্যানিং করে নিয়েছেন ইতিমধ্যেই। আর সামনেই জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha) জুটির বিয়ে। দীর্ঘ ধরে প্রেম করার পর একেঅপরকে বিয়ে করছেন নীল তৃণা। দুজনেই যেমন টেলিভিশনে অভিনয়ের জন্য জনপ্রিয় তেমনিই সোশ্যাল মিডিয়াতেও পপুলার। সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ অনুগামী রয়েছে এই দুই টেলিভশন তারকার।
আগামী ৪ঠা ফ্রেবুয়ারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এর পর ১৪ই ফ্রেবুয়ারী ভ্যালেন্টাইন্স ডে এর দিনেই হতে চলেছে বিয়ের রিসেপশন। সিরিয়ালের এই দুই চেনা মুখের বিয়ে নিয়ে বেশ উৎসুক দর্শকেরাও। এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রেমময় ছবি আর রোমান্টিক সব ভিডিও দেখে আসছিলেন দর্শকেরা। এবার চার হাত এক হয়ে নতুন জীবন শুরু করতে চলেছেন নীল-তৃণা তাই তাদের বিয়ে নিয়ে উন্মাদনার শেষ নেই।
বিয়ের আগে হাতে রয়েছে আর মাত্র কটা দিন। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে বাগদান পর্ব, রূপকথার গল্পের মত আকাশ থেকে উড়ে এসেছে বাগদানের আংটি। একেবারে ফিল্মি কায়দায় সম্পন্ন হয়েছে নীল ও তৃণার বাগদান পর্ব। বিয়ের আছে ফটোশুট থেকে শুরু করে বাগদানের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
এবার নীল তৃণা জুটির আরো কিছু ছবি ভাইরাল নেটপাড়ায়। আসলে বাঙালির বিয়ে মানেই মজাদার সমস্ত নিয়ম আর তার মধ্যে অন্যতম হল আইবুড়ো ভাত। সাধারণ পাবলিক থেকে সেলিব্রিটি সকলেই এই আইবুড়ো ভাত খেয়েছেন বিয়ের আগে, তাহলে নীল তৃণাই বা বাদ যাবে কেন! এবার নীল-তৃণাকে আইবুড়ো ভাত খাওয়ালেন টেলিভশন জগতের আরেক জনপ্রিয় জুটি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hajra) ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)।
আজ অর্থাৎ রবিবার অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন বাড়িতে হাজির হয়েছেন নীল-তৃণা। আর সেখানেই হবু দম্পতিকে পত্ পেরে আইবুড়ো ভাত খাওয়ালেন অঙ্কুশ ঐন্দ্রিলা। আইবুড়ো ভাতের কিছু ছবি অঙ্কুশ শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ছবিতে নীল-তৃণা জুটির সাথে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকেও দেখা গিয়েছে খুশির মুডে।
অভিনেত্রী তৃণা সাহা আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। আর ধন্যবাদ জানিয়ে নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে একটি পোস্টও করেছেন তৃণা। সেখানে তিনি লিখেছেন, ‘থ্যাংক ইউ অঙ্কুশ ঐন্দ্রিলা, এই দারুন আইবুড়ো ভাতের জন্য’।