• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গায়ক হলেন কৃষ্ণকলির নিখিল, অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গান গাইছেন অভিনেতা নীল ভট্টাচার্য

Published on:

Neel Bhattacharya singing video viral in social media,Neel Bhattacharya,Krishnakoli,নীল ভট্টাচার্য,কৃষ্ণকলি

বাংলা সিরিয়ালের অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। অভিনেতাকে ‘কৃষ্ণকলি (Krishnakoli)’ সিরিয়ালে শ্যামার স্বামী নিখিলের চরিত্রে দেখতে পাওয়া যায়। তবে আরেকটি পরিচয় রয়েছে অভিনেতার। বাস্তবে খড়কুটো অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) স্বামী তিনি। সিরিয়ালের অভিনয়ের সূত্রে ব্যাপক জনপ্রিয় অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও রয়েছে লক্ষাধিক অনুগামী।

সম্প্রতি অভিনেতার আরো একটি গুণের খোঁজ মিলেছে। ভালো অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গান গাইছেন অভিনেতা। মানে অভিনয় আর গান এবার দুটোতেই বাজিমাত  করতে চাইছেন নীল ভট্টাচার্য। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেতা নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি গান গাইতে দেখা যাচ্ছে তাকে।

Neel Bhattacharya নীল ভট্টাচার্য

একেবারে খালি গলায় গান ধরেছেন নীল। না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না কোনো বাদ্যযন্ত্র একেবারে খালিগলাতেই ‘দিল ইয়ে মেরা বস মে নেহি’ গানটি দুর্দান্ত ভাবে গেয়েছেন তিনি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কি করবো? গায়ক নই তবে গাইতে ভালোবাসি। যদি পারো তাহলে একটা ডুয়েট করো ভালো দেখে’। অর্থাৎ ডুয়েট রিল ভিডিও বানানোর জন্য অনুরাগীদের আবেদন জানিয়েছেন অভিনেতা।

নীলের এই ভিডিওটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। মাত্র কয়েক মিনিটেই হাজারো লাইক হয়ে গিয়েছে ভিডিওটিতে। সাথে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স। অভিনেত্রী তথা নীলের স্ত্রী তৃণা সাহাও বরের এমন গান শুনে চুমু দিয়ে মন্তব্য করেছেন ভিডিওটিতে।

নীল-তৃণা জামাইষষ্ঠী Neel Bhattacharya Trina Saha Jamaisasthi

প্রসঙ্গত, গত বুধবার জামাইষষ্ঠীর দিন ছিল বিয়ের পর নীলের প্রথম জামাইষষ্ঠী।  আর প্রথম জামাইষষ্ঠীতে একেবারে এলাহী আয়োজন করেছিল তৃণার পরিবার। কলকাতার নামি হোটেলে পালন করা হয়েছিল অনুষ্ঠান। শাশুড়ি নিজের হাতেই খাইয়ে দিয়েছিলেন নীলকে। জামাইষষ্ঠীর একাধিক ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥