• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষ্ণকলি ধারাবাহিকে আর দেখা যাবেনা নিখিলকে! নতুন চমক নিয়ে অন্য সিরিয়ালে ফিরবেন নীল ভট্টাচার্য

সবসময়ই টিআরপির (TRP) এর শীর্ষে থাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি (Krishnakoli)। কয়েক বছর ধরেই এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র নিখিল ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং শ্যামা ওরফে তিয়াশা রায় (Tiyasha Roy) দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সন্ধ্যে হলেই টিভির সামনে ‘কৃষ্ণকলি’ দেখার জন্য ভীড় জমায় এই ধারাবাহিকের অনুরাগীরা। এই সিরিয়ালের পরতে পরতে কেবল মোচড়, টানটান উত্তেজনা।

কৃষ্ণকলি ধারাবাহিকে শ্যামা নিখিলের অভিনয়ে দর্শকরা একেবারে মুগ্ধ। ধারাবাহিকে শ্যামার গায়ের রং বেশ কালো কিন্তু রয়েছে অসাধারণ গানের গলা, সেই গলায় কীর্তন দর্শকদের বেশ পছন্দ। আর পাঁচটা সংসারের মত জীবনের সাংসারিক অশান্তি সমস্যা কাটিয়ে কিভাবে জিতবে শ্যামা সেটাই হল কৃষ্ণকলির মূল গল্পের বিষয়। শ্যামার পাশে বরাবরই থেকেছে নিখিল।

   

krishnakoli shyama

কিন্তু কৃষ্ণকলি ধারাবাহিকের অনুরাগীদের জন্য ছোট্ট একটা মন খারাপের খবর আছে। শোনা যাচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিকে খুব শিগগিরই শেষ হতে চলেছে নিখিলের জার্নি। অর্থাৎ, নিখিল ওরফে নীল ভট্টাচার্যকে কদিন পর থেকেই নাকি আর দেখা যাবেনা ধারাবাহিকে।

Krishnakoli Tiyasha roy

সূত্রের খবর, খুব শিগগিরই নাকি ধারাবাহিকে দেখানো হবে নিখিলের মৃত্যু। অর্থাৎ এবার শ্যামা – নিখিলের জুটিকে মিস করতে হবে দর্শকদের। তবে এখনই মন খারাপের কারণ নেই কেননা ধারাবাহিকে বর্তমানে শ্যামা নিখিলের সাজানো ছেলে হিসেবে দেখানো হচ্ছে শিবাকে। এছাড়াও নিখিলের মেজদার চক্রান্ত ধরা না পড়া অবধি টানটান উত্তেজনা তো চলবেই।

Neel Bhattacharya নীল ভট্টাচার্য

তবে ‘কৃষ্ণকলি’ তে দীর্ঘপথ শেষ হলেও অভিনেতা নীল ভট্টাচার্যের ভক্তদের জন্য আরও একটি সুখবর রয়েছে। খুব শিগগিরই নাকি নতুন ধারাবাহিকে, নতুন চরিত্রে, নতুন চমক নিয়ে ফিরবেন নীল ভট্টাচার্য। তাই অনুরাগীদের তাদের প্রিয় অভিনেতাকে নতুন রূপে দেখার জন্য আরও কিছুদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Tolly Time (@tolly_time)

site