• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের সপ্তাহ আগেই গায়ে হলুদ পর্ব সারলেন নীল ভট্টাচার্য, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Neel Bhattacharya নীল ভট্টাচার্য

বছরের শুরু থেকেই টলিপাড়ায় বইছে খুশির হাওয়া। একে একে বিয়ের ফুল ফুটছে টলি তারকাদের মনে। এরমাঝেই শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন পাওয়ার কাপল কৃষ্ণকলি ধারাবাহিকের ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং ‘খড়কুটো’র ‘গুনগুন’ তথা তৃণা সাহা (Trina saha)।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

আর কিছুদিন পর ৪ঠা ফেব্রুয়ারীই সাতপাকে বাঁধা পড়বেন তারা। বিগত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গিয়েছে এই তারকাজুটির সঙ্গীত। বাগদানের দিনে রূপকথার গল্পের মত আকাশ থেকে ড্রোনের মাধ্যমে  আংটি। আর সেই আংটি নীল পরিয়ে দিয়েছেন তৃণা সাহার হাতে। বাগদানের দিনেও একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।

তৃনা সাহা Trina Saha Viral Video ভাইরাল ভিডিও নীল ভট্টাচার্য Neel Bhattachartya

আসলে টালিপাড়ার এক দুই সেলেব্রিটি ব্যাপক জনপ্রিয়। টেলিভিশনের পর্দায় দুজনেই দুর্দান্ত অভিনয় করে মন জিতে নিয়েছেন দর্শকদের। আর দুজনেই সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজেদের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করতেন যা দর্শকদের বেশ পছন্দ ছিল। তাই টলিপাড়ার এই বিয়ে নিয়ে বেশ উত্তেজনা রয়েছে বাঙালি অনুগামী তথা দর্শকদের মধ্যে।

নীল ভট্টাচার্য তৃণা সাহা Neel Bhattacharya Trina Saha Aaiburovat ankush hajra oindrila sen অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেন আইবুড়ো ভাত

দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসছে, আর যত দিন এগিয়ে আসছে ততই জোরকদমে চলছে প্রস্তুতি। আর নানান ব্যস্ততার মাঝেই আইবুড়ো ভাত পর্ব সেরেছেন নীল তৃণা জুটি। টেলিভিশন জগতের আরেক জনপ্রিয়  জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন বাড়িতে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ পেয়েছিলেন নীল ও তৃণা। সেখানই সেরেছেন  আইবুড়োভাত পর্ব, আর সেই ছবিও ব্যাপক ভাইরাল হয়েছিল।

নীল ভট্টাচার্য তৃণা সাহা Neel Bhattacharya Trina Saha Aaiburovat ankush hajra oindrila sen অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেন আইবুড়ো ভাত

এরপর সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ব্যাপক ভাইরাল হয় যাতে নীলের কোলে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গিয়েছিল তৃণা সাহাকে। ছবি দেখে মনে হচ্ছিলো বিয়ের আগেই শুভদৃষ্টির পালা সেরে নিচ্ছেন তাঁরা।

Trina Saha তৃনা সাহা Neel Bhattacharya নীল ভট্টাচার্য

সম্প্রতি নীল ভট্টাচার্যের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। যেখানে গায়ে  হলুদের অনুষ্ঠান হতে দেখা যাচ্ছে নীলের। একেবারে বিয়ের বেশে গেঞ্জি ধুতি পরে গায়ে হলুদে বসেছেন নীল ভট্টাচার্য। তাহলে কি আগেভাগেই বিয়ে সেরেফেলছেন অভিনেতা! নেটিজনদের মনে জাগতে থাকে প্রশ্ন। তবে, চিন্তার কিছু নেই, কারণ এটা মোটেও আসল গায়ে হলুদের ভিডিও নয়। কৃষ্ণকলি সিরিয়ালে শ্যামার সাথে বিয়ে হবার আগেও গায়ে হলুদ হয়েছিল নীলের। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥