• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবাইকে অবাক করে এবার নতুন বছরেই বিচ্ছেদের পথে হাঁটছেন নীল-তৃণা! রইল আসল সত্যি

Updated on:

নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,তৃণা সাহা,Trina Saha,খড়কুটো,Khorkuto,আর যেন দেখা না হয়,ArJeno Dekha Na Hoi,মিউজিক ভিডিও,Music Video

ছোট পর্দার জনপ্রিয় লাভ বার্ডস লাভ বার্ডস নীল ভট্টাচার্য (Neel Bhattcharya) এবং তৃণা সাহা (Trina Saha)। বিয়ের পরেও টেলিপাড়ার এই কিউট কাপলদের দিয়ে অনুরাগীদের কৌতুহলের অন্ত নেই। দীর্ঘ দিনের বন্ধুত্ব প্রেম-ভালোবাসার পর এক বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। দুজনেই একই পেশার মানুষ তারা। তাই দুজনেই নিজের নিজের কাজ নিয়ে সমান ব্যস্ত ‘তৃনীল’ জুটি।

কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে এই সেলিব্রেটি জুটির মধ্যেকার অশান্তি, থেকে মান আভিমানের খবর। তবে সেটা মোটেই বাস্তব জীবনে নয়। আসলে বাস্তবের এই জুটি এবার ধরা দিচ্ছেন পর্দায়। জানা যাচ্ছে নীল ভট্টাচার্য-তৃণা সাহা জুটি বেঁধেছেন একটি মিউজিক ভিডিয়োতে। এই মিউজিক ভিডিওটির নাম ‘আর যেন দেখা না হয়’ (ArJeno Dekha Na Hoi)।

নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,তৃণা সাহা,Trina Saha,খড়কুটো,Khorkuto,আর যেন দেখা না হয়,ArJeno Dekha Na Hoi,মিউজিক ভিডিও,Music Video
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গতকাল ছিল বাংলা বছরের প্রথম দিন। এদিন নতুন বছরের শুরুতেই প্রকাশ্যে এসেছে তৃতীয় জুটির আসন্ন মিউজিক ভিডিওর ঝলক। কুন্তল দে-র সুরে ঈশান মিত্রের গাওয়া বিরহের গান ‘আর যেন দেখা না হয়’ তে জুটি বেঁধেছেন এই কাপল। এই মিউজিক ভিডিও টিতে প্রেম ভাঙা, বিচ্ছেদ,বিরহের মতো সূক্ষ্ম অনুভূতি জড়িয়ে রয়েছে।

নীল-তৃণার এই মিউজিক ভিডিও অনুরাগীদের দারুণ পছন্দ হয়েছে। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যজিৎ আদক। তবে বিয়ের পর নয় তৃণার কথায়, ‘‘এটা আমাদের বিয়ের ঠিক আগের কাজ। অতিমারির কারণে আটকে ছিল এত দিন। সব স্বাভাবিক হওয়ায় এ বার মুক্তি পেতে চলেছে। আমরা জেনে বুঝেই এই গানের অ্যালবামে কাজ করতে রাজি হয়েছি। কারণ, বিরহ দর্শক-শ্রোতারা বেশ পছন্দ করেন। এই ধরনের গান মনে ছাপ রেখে যায়।’’ ।

নীল ভট্টাচার্য,Neel Bhattcharya,তৃণা সাহা,Trina Saha,খড়কুটো,Khorkuto,আর যেন দেখা না হয়,ArJeno Dekha Na Hoi,মিউজিক ভিডিও,Music Video

প্রসঙ্গত সময়টা বেশ ভালোই যাচ্ছে ছোট পর্দার গুনগুন অভিনেত্রী তৃণা সাহার। বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল খড়কুটোর (Khorkuto) গুনগুন চরিত্রে অভিনয়ের পাশাপাশি খুব শিগগিরই সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলের ছবিতে বড় পর্দাতেও দেখা যাবে তৃণাকে। তবে শুধু মিউজিক ভিডিও নয় নীল-তৃণা জুটিকে পর্দায় দেখতেও মুখিয়ে আছেন সকলে। তবে তার আগে তৃণার নিজের দুটো ছবির কাজ এবং নীলের ‘উমা’ ধারাবাহিকের কাজ শেষ করতে হবে। এরপর ডাক পেলেই বড়-ছোট যে কোনও পর্দায় জুটি বাঁধবেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥