• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই ভাঙছে নীল-তৃণার সংসার! বিচ্ছেদের জল্পনা বাড়িয়ে বিবাহবার্ষিকীতেও আলাদা ‘তৃণীল’ জুটি

বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। এই তারকাজুটির অনুরাগীর সংখ্যাও দেখার মতো। ভক্তরা ভালোবেসে তাঁদের আবার ‘তৃণীল’ নামে ডাকে। তবে শোনা যাচ্ছে, টলিপাড়ার এই তারকাজুটির সুখের সংসারেই ভাঙন ধরেছে। মন কষাকষি নাকি চরমে উঠেছে ‘তৃণীল’এর। শুধু তাই নয়, শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জনও।

টেলিদুনিয়ার ‘লাভ বার্ডস’ বলা যায় নীল-তৃণাকে। বছর তিনেক আগে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। প্রায় সম্পূর্ণ বিনোদন ইন্ডাস্ট্রি উপস্থিত হয়েছিল সেই বিয়েতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিয়ের পর দু’বছর বেশ আনন্দেই কাটিয়েছেন ‘তৃণীল’।

   

Neel Bhattacharya and Trina Saha

তবে আচমকাই তৃণার জন্মদিনের পর থেকে তাঁদের সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে বিয়ের পর প্রথম দু’বছর স্ত্রীয়ের জন্মদিনে এলাহি আয়োজন করেছিলেন ‘বাংলা মিডিয়াম’ অভিনেতা। কিন্তু এই বছর সেই আয়োজনের ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং নিজের আসন্ন সিরিয়াল ‘বালিঝড়’এর সেটে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন তৃণা।

তখন থেকেই ‘তৃণীল’এর সংসার ভাঙার গুঞ্জন শুরু হয়। এরপর শাহরুখপ্রেমী স্ত্রীকে ছেড়ে নীল একা একা ‘পাঠান’ দেখতে চলে যাওয়ায় সেই জল্পনা আরও তীব্র হয়। যদিও অভিনেতা জানিয়েছিলেন, তৃণা শরীর ভালো ছিল না বলে একা গিয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও অনুরাগীদের মনটা খুঁতখুঁত করছিলই।

Neel Bhattacharya and Trina Saha divorce rumours

এসবের রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে, এই বছর বিবাহবার্ষিকীতেও নীলের সঙ্গে থাকছেন না তিনি। কয়েকদিন পরই ‘তৃণীল’এর তৃতীয় বিবাহবার্ষিকী। গত দু’বছর ধুমধাম করে উদযাপন করেছিলেন এই দিনটি। তাহলে এই বছর ব্যতিক্রম কেন? তাহলে কি বিচ্ছেদের জল্পনাই সত্যি?

‘বালিঝড়’ অভিনেত্রী জানিয়েছেন, তিনি এবং নীল দু’জনেই এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। নীল ‘বাংলা মিডিয়াম’এর কাজের জন্য শহরের বাইরে থাকবেন। অপরদিকে তৃণারও নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। অভিনেত্রীর স্পষ্ট কথা, তাঁদের দু’জনের কাছেই কাজ সবার আগে। সেই জন্য আলাদা থাকতে হলে তাই সই। তবে নিন্দুকদের কথায় পাত্তা দিয়ে নারাজ তৃণা। তাঁর কথায়, একটু রহস্য থাকা ভালো।