• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে নীল-তৃণার ঘরে নতুন সদস্য! ‘সুখবর’ পেতেই শুভেচ্ছার ঢল নেটপাড়ায়

Published on:

Neel Bhattacharya,Trina Saha,pet,couple,television,television couple,Tollywood,Tollywood couple,entertainment,নীল ভট্টাচার্য,তৃণা সাহা,পোষ্য,জুটি,টেলিভিশন,টেলিভিশন জুটি,টলিউড,টলিউড জুটি,বিনোদন,Neel Bhattacharya Trina Saha,Neel Bhattacharya Trina Saha pet,নীল ভট্টাচার্য তৃণা সাহা,নীল ভট্টাচার্য তৃণা সাহার পোষ্য

বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। স্বামী-স্ত্রী দু’জনেই টেলি দুনিয়ার প্রথম সারির তারকা। যদিও কয়েক মাস আগে শোনা গিয়েছিল, এই তারকা জুটির সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। এমনকি এও গুঞ্জন রটেছিল যে, ‘তৃণীল’ জুটি ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন।

সমস্ত জল্পনার সূত্রপাত হয়েছিল তৃণার জন্মদিনের পোস্ট থেকে। সেই পোস্টে দেখা মেলেনি নীলের। ‘বালিঝড়’ সেটের কলাকুশলীদের সঙ্গে চলতি বছর জন্মদিন উদযাপন করেছিলেন নায়িকা। এরপর শাহরুখ-প্রেমী স্ত্রীকে ফেলে নীল একা ‘পাঠান’ দেখতে চলে যাওয়ার পর সেই জল্পনা আরও বেড়ে যায়। যদিও এরপর ভ্যালেন্টাইনস ডে’তে স্ত্রীয়ের সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করে নিন্দুকদের মুখ ঝামা ঘষে দেন ‘বাংলা মিডিয়াম’ অভিনেতা।

Trina Saha Neel Bhattacharya, Trina Saha Neel Bhattacharya pet

এরপর সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় নীল বলেন, ‘আজকাল ছবি না দিলে অনেক কথা হয় সেটা দেখে নিলাম। ইনস্টাগ্রামে যদি খুশি না দেখানো হয় তাহলে ধরে নেওয়া হয় সে আনন্দে নেই’। বিচ্ছেদ প্রসঙ্গে কিছুটা একই সুর শোনা গিয়েছিল তৃণার গলাতেও।

একদিকে যখন ‘তৃণীল’ জুটির সংসার ভাঙার জল্পনায় উত্তাল সোশ্যাল মিডিয়া, তখনই তারকা জুটি তাঁদের পরিবারে নতুন সসদ্য আসার কথা ঘোষণা করলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী এবং পরিবারের নতুন অতিথির সঙ্গে তোলা ছবি পোস্ট করেন তৃণা। এরপরই তাঁদের ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা।

Neel Bhattacharya and Trina Saha, Trina Saha Neel Bhattacharya pet

‘বালিঝড়’ নায়িকার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট একটি কুকুরকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। পুঁচকে এই পোষ্যই ‘তৃণীল’র পরিবারের নতুন সদস্য। তাঁকে পেয়ে তারকাজুটি ঠিক কতখানি খুশি তা তাঁদের মুখের হাসিই বলে দেয়। প্রত্যক্ষভাবে না হলেও, এই পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে বিচ্ছেদের জল্পনাতেও জল ঢেলেছেন নীল-তৃণা। তাঁদের সুখী সংসারের ঝলক দেখে খুশি হয়েছেন অনুরাগীরা।


‘তৃণীল’ জুটির কাজের দিক থেকে বলা হলে, অভিনেতা এই মুহূর্তে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। অপরদিকে সদ্য শেষ হয়েছে তৃণার ‘বালিঝড়’ ধারাবাহিকটি। শোনা যাচ্ছে, শীঘ্রই ‘এক্কা দোক্কা’য় এন্ট্রি নিতে চলেছেন পর্দার ‘ঝোড়া’। এবার দেখা যাক, সেই জল্পনা সত্যি হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥