• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখ খুলতেই বিরাট সারপ্রাইজ! জন্মদিনে স্বামী নীলকে সেরা উপহার দিলেন স্ত্রী তৃণা

Published on:

Neel Bhattacharya and Trina Saha, Neel Bhattacharya and Trina Saha movie

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম জনপ্রিয় একজন হিরো হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। আজ অর্থাৎ ৮ জুন এই অভিনেতার জন্মদিন। জন্মদিনের সকালে উঠেই একটা বিরাট বড় সারপ্রাইজ পেয়েছেন অভিনেতা।

ঘুম থেকে উঠেই নিজের বাড়ির সামনে শহরের ব্যস্ততম রাস্তায় দেখছেন তাঁর নামের বড় হোর্ডিং। যা দেখে  অনেকেই ভাবতে শুরু করেছিলেন টলিউড সুপারস্টার দেবের প্রেমিকার মতই বোধ হয় নীলের বার্থডেতেও তাঁকে এমন সারপ্রাইজ দিয়েছেন তাঁর  স্ত্রী তথা অভিনেত্রী তৃনা সাহা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,বাংলা সিনেমা,Bengali Cinema,ডেবিউ,Debut,জন্মদিন,Birthday

কিন্তু আসলে তেমনটা নয়। এ প্রসঙ্গে জানতে চেয়ে অভিনেতার সাথে যোগাযোগ করা হলে আনন্দবাজার অনলাইনে নিয়ে জানিয়েছেন ‘প্রথম সিনেমা সই করেছি। বহু বছর আগে একটি সিনেমা করেছিলাম ঠিকই। তখন অনেক ছোট ছিলাম। সে কথা না বলাই ভাল’।

নীলের কথাতেই জানা যায় তাঁর অভিনীত প্রথম সিনেমার নাম ছিল ‘চিত্রা’। তবে এই নতুন কাজ নিয়ে কিন্তু দারুন  উত্তেজিত নীল। কারণ, অভিনেতার কথায় ‘যাঁদের সঙ্গে কাজ করছি তাঁরা সবাই বন্ধুর মতো। আমার পরিচালক নীলাঞ্জন মুখোপাধ্যায়েরও এটা প্রথম ছবি।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,বাংলা সিনেমা,Bengali Cinema,ডেবিউ,Debut,জন্মদিন,Birthday

প্রসঙ্গত নীল এই মুহূর্তে অভিনয় করচরণ স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বাংলা মিডিয়ামে নায়ক ভিকির চরিত্রে। জানা যাচ্ছে নীলের নতুন সিনেমার নাম ‘গুডবাই ভেনিস’। তাই নামের সাথে মিল রেখেই ভেনিসেই হবে সিনেমার শটিং। ছবিতে নীল ছাড়াও থাকবেন দর্শনা বণিক, সৌরভ দাস এবং নতুন অভিনেত্রী দিব্যাশা দাশ। পাঁচ বন্ধুর রোড ট্রিপ নিয়ে তৈরী এই সিনেমা প্রসঙ্গে নীল বলেছেন, ‘মজা হচ্ছে। বেশ ‘জ়িন্দগি না মিলেগি দোবারা’র মতো একটা অনুভূতি হচ্ছে।’

জন্মদিনে শুটিং থেকে বিরতি নিয়ে  পরিবার আর বন্ধুবান্ধবদের নিয়েই চুটিয়ে সেলিব্রেট করছেন নীল। এপ্রসঙ্গে নীল বলেছেন ‘এ দিন কোনও শুটিং নেই। শুধুই বন্ধু আর পরিবারের সঙ্গে সময় কাটাব। বুধবার রাতে একটি হোটেলে পুল পার্টি করেছি। কেক কেটেছি। সকালে উঠে এই হোর্ডিংয়ের সারপ্রাইজ়টা পেলাম। এর পর মা-বাবার সঙ্গে দুপুরের খাওয়াদাওয়া। বাকিটা আর কী কী করব এখনও ঠিক নেই।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥