১৪ই জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর গোটা দেশ উত্তাল হলে শুরু হয় তদন্ত। তদন্তে মেলে মাদকের যোগাযোগ এরপর মোট তিনটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মিলে তদন্তের ভার নেয়। মাদক মামলার তদন্ত শুরু করে এনসিবি (NCB)। এর পর তোতনত যতই এগোতে থাকে ততই বলিউডের নামজাদা তারকাদের নাম জড়াতে থাকে এই মাদক চক্রে।
এরপর এনসিবি বহু বলিউড অভিনেতা অভিনেত্রীদের জেরার জন্য ডাক পাঠায়। সেই বলিউড সেলেব্রিটিদের মধ্যে রয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী (Shouvik Chakraborty), সারা আলী খান (Sara Ali Khan), দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। এই সমস্ত সেলেব্রিটিদের জেরা করে তাদের ইলেক্ট্রনিক গ্যাজেটগুলি বাজেয়াপ্ত করে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। এই সমস্ত তারকাদের থেকে মোট ৮৫টি গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছিল। জানা যাচ্ছে যে এই সমস্ত গ্যাজেটগুলি এনসিবির গান্ধী নগরের ফরেনসিক সাইন্স বিভাগে পাঠানো হয়েছে ডেটা এক্সট্রাকশনের জন্য।
এছাড়াও আরো জানা গেছে, ওই ৮৫টি গ্যাজেটের মধ্যে ৩০ টি থেকে গুজরাটে ফরেনসিক প্রাপ্ত তথ্য এনসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এনসিবির হাতে পাওয়া ডেটার মধ্যে রয়েছে ডিলিট করা ভয়েস ক্লিপ ও চ্যাট। যার ওপর ভিত্তি করে বর্তমানে মুম্বাইয়ে অভিযান চালাচ্ছে এনসিবি সাথে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করছে। এছাড়াও ২৫ ধরণের মাদক পাঠানো হয়েছে গুজরাটের ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার জন্য।
প্রসঙ্গত, বর্তমানে প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও সৌভিক চক্রবর্তী বর্তমানে বেল পেয়ে গেছেন। এছাড়াও বলিউডের তারকারাও মুক্তি পেয়েছেন এই মাদক মামলা থেকে। অন্যদিকে তদন্ত চলছে দীর্ঘ ছয় মাস ধরে যার জেরে অধৈর্য হয়ে পড়ছে সুশান্ত অনুগামীরা।