• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাদককাণ্ডে জড়িয়েছে ছেলে আরিয়ান! শাহরুখের বাড়ি ‘মন্নত’ এ হানা দিল NCB, হতে পারে তল্লাশি

মাসের শুরু থেকেই শাহরুখপুত্র আরিয়ান খানের (Aryan Khan) মাদক কান্ড নিয়ে জড়ানো নিয়ে উত্তাল হয়ে রয়েছে সর্বত্র। এবার মাদককাণ্ডের আঁচ পৌছালো শাহরুখের বাড়ি ‘মন্নত’ এ। NCB এর হাতে গ্রেফতার হবার পর থেকেই সমালোচনা থেকে কটাক্ষের যেন ঝড় উঠেছে। ছেলেকে ছাড়ানোর সবরকম চেষ্টাই চালাচ্ছেন বাবা মা। তবে এখনো পর্যন্ত মেলেনি জামিন, প্রতিবারেই রিজেক্ট হয়ে যাচ্ছে জামিনের আবেদন।

ত্রুজ শিপে মাদক নিয়ে ধরা পড়লেও বাড়িতে তল্লাশি হবার সম্ভাবনা ছিলই। এবার সেই সম্ভাবনাই সত্যি হল। শাহরুখ খানের (Shahrukh Khan) বাড়ি মান্নত (Mannat) এ পৌছালো NCB কর্তারা। স্বাভাবিকভাবেই নেটিজেনরা বুঝতে পারছেন হয়তো তল্লাশি  NCB আধিকারিকদের এই মন্নত অভিযান। যদিও তল্লাশির বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবরই জানা যায়নি এনসিবির পক্ষ থেকে।

   

NCB reaches Shahrukh Khan house Mannat of Drug Case,Aryan Khan,Drugs Case,Bollywood Celebrities,NCB,Mannat,আরিয়ান খান,মন্নত,শাহরুখ খান,মুম্বাই,ড্রাগস কেস,shahrukh Khan,NCB in Shahrukh Residence Mannat

আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরেই হটাৎ এনসিবি আধিকারিকেরা হাজির হন আরিয়ানের বাড়ি মন্নতে। সংবাদ মাধ্যম সংসস্থা ANI এ মন্নতের বাইরে NCB আধিকারিকদের ছবি শেয়ার করেছেন নিজেদের টুইটার হ্যান্ডেলে। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়াতে।

তবে যেমনটা জানা যাচ্ছে, তল্লাশির জন্য এদিন মন্নতে হাজির হননি এনসিবির আধিকারিকেরা। বরং কিছু পেপারওয়ার্কের কাজ বাকি ছিল যেটা শেষ করার জন্যই মন্নতে হাজির হয়েচিলেন তারা। তবে তল্লাশির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না কেউই। কারণ NCB জেরার মুখে আরিয়ান নিজেই স্বীকার করেছিলেন যে সে বিগত চার বছর ধরে মাদক নিচ্ছে। তাই বাড়িতে তল্লাশি হলেও সেটা চমকে দেবার মত কথা নয়।

প্রসঙ্গত, প্রথমে সতীশ মানশিন্ডেকে আরিয়ানের উকিল হিসাবে নিযুক্ত করা হয়েছিল। একাধিকবার জামনিকে আবেদন করেছিলেন তিনি কোর্টের কাছে তবে প্রতিবারেই মিলেছে ব্যর্থতা। তাই এবার এক সময়ের সালমান খানের উকিল অমিত দেশাইয়ের দ্বারস্থ হয়েছেন খান পরিবার। তবে এখন পর্যন্ত জামিন মঞ্জুর হয়নি। আগামী ২৬শে অক্টবর পরবর্তী শুনানি রয়েছে। এখন সেদিন কি হয় সেটাই দেখার অপেক্ষা।