• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাফিং কুইন ভারতীর বাড়িতে তল্লাশি অভিযান এনসিবির, উদ্ধার হল গাঁজা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্ত শুরু হলে বলিউডের গোপন রহস্য ফাঁস হয়। বলিউডে মাদক চক্রের যোগ মেলে। এর পর থেকে এনসিবি বর্তমানে বহু সেলেব্রিটিদেরকে জেরা করেছে। বিগত কিছুদিন কিছু পরিচালকদের বাড়িতেও হটাৎ করে হানা দিয়ে উদ্ধার করেছে মাদক। এবার বিখ্যাত হাস্যকৌতুক অভিনেত্রী ভারতী সিং (Bharati Singh) এর মুম্বাইয়ের বাড়িতে হানা হেই এনসিবি। এনসিবি অফিসারেরা ভারতীর মুম্বাইয়ের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করেছেন।

বেশ কিছুদিনযাবৎ এনসিবি মুম্বাই এর আন্ধেরি,লোখান্ডওয়ালা ও ভার্সোভা এই তিন জায়গায় অভিযান চালাচ্ছে। এই অভিযানের মধ্যেই ভারতী ও তার স্বামী হর্ষের (Harsh) মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি কর্তারা। সেখানেই উদ্ধার হয়েছে গাঁজা। অবশ্য এই প্রথম নয় যে তল্লাশিতে মাদক দ্রব্য মিলেছে। এর আগেও মুম্বাই এর কিছু বলিউড সেলেব্রিটিদের বাড়ি থেকে মাদক উদ্ধার হয়েছে।

   

কিছুদিন আগেই ৯ ই নভেম্বর বলিউডের অভিনেতা তথা মডেল অর্জুন রামপালের ও তার বান্ধবী গাব্রিয়েলার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন এনসিবি কর্তারা। সেখান থেকে মাদক পেয়েছেন এনসিবি কর্তারা। এনসিবির তরফ থেকে বাড়ির সমস্ত ট্যাবলেট, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ইলেক্ট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে বলিউডের প্রযোজক ফিরোজ নাদিওয়ালার বাড়িতেও মিলেছে মাদক।

site