• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়েই দিয়েছেন দক্ষতার পরিচয়! ‘Haddi’ ছবিতে মহিলা চরিত্রে নওয়াজউদ্দিনকে চেনাই দায়, রইল ভিডিও

বলিউডের (Bollywood) অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। এই বিষয়ে দর্শকদের কোনও সন্দেহ নেই। ‘সেক্রেড গেমস’এর ডার্ক সিরিজ হোক বা ‘বজরঙ্গী ভাইজান’এর মতো মন ভালো করে দেওয়া সিনেনা, সবেতে নজরকাড়া অভিনয় করেছেন তিনি। তবে এবার সম্পূর্ণ নতুন বেশে দর্শকদের চমক দিতে চলে এসেছেন নওয়াজ।

সম্প্রতি অক্ষত অজয় শর্মা (Akshat Ajay Sharma) পরিচালিত আসন্ন ছবি ‘হাড্ডি’র (Haddi) প্রথম লুক প্রকাশ্যে এসেছে। সেখানে নওয়াজের লুক দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। মহিলার বেশে অভিনেতাকে যে একেবারে চেনা দায়। নেটিজেনদের একাংশ যেন নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছেন না।

   

Nawazuddin Siddiqui

মহিলা বেশ নওয়াজকে দেখার পর থেকেই ‘হাড্ডি’ ঘিরে দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়ে গিয়েছে। জি স্টুডিয়োজ এবং আনন্দিতা স্টুডিয়োজ প্রযোজিত এই রিভেঞ্জ ড্রামা দেখার জন্য আর তর সইতে পারছেন না তাঁরা।

নওয়াজ ‘হাড্ডি’ প্রসঙ্গে বলেন, ‘আমি অনেক ধরণের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু হাড্ডি খুবই বিশেষ হতে চলেছে। কারণ এই লুকে আমায় কখনও আগে দেখা যায়নি এবং অভিনেতা হিসেবে আমায় উন্নতি করতে সাহায্য করবে এই ছবি। এই সিনেমার শ্যুটিং শুরু করার জন্য মুখিয়ে রয়েছি’।

 

View this post on Instagram

 

A post shared by Zee Studios (@zeestudiosofficial)

‘হাড্ডি’র পরিচালক অক্ষত অজয় শর্মা এই ছবি প্রসঙ্গে বলেন, ‘এটা দ্বিগুণ ধামাকা হতে চলেছে। কারণ ‘হাড্ডি’ আমায় নওয়াজউদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমাদের টিম আশা করবে ছবির মোশন পোস্টার দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেবে এবং আমাদের একটি নতুন বিশ্বে চলে যেতে সাহায্য করবে। ছবির শ্যুটিং করার জন্য আর অপেক্ষা করতে পারছি না’।

অক্ষত ‘হাড্ডি’ পরিচালনার আগেও বেশ কয়েকটি ভালো প্রোজেক্টে কাজ করেছেন। ‘একে ভার্সেস একে’ এবং ‘সেক্রেড গেমস’এ দ্বিতীয় ইউনিট পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। সম্প্রতি দর্শক মনে দাগ কাটা ‘মেজর’ ছবির সংলাপ লিখেছিলেন অক্ষত। শোনা যাচ্ছে, নওয়াজ অভিনীত রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’ নয়ডা, গাজিয়াবাদ-সহ উত্তর প্রদেশের পশ্চিমাংশে শ্যুট করা হবে। আগামী বছর মুক্তি পাবে এই সিনেমা।