• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতের গর্ব নওয়াজউদ্দীন সিদ্দিকী ! ফ্রান্সের বিখ্যাত ফেস্টিভাল থেকে পুরস্কার জিতে ফিরলেন অভিনেতা

NawazUddin siddiqui,france,international award,Bollywood,নওয়াজউদ্দিন সিদ্দিকী,ফ্রান্স,আন্তর্জাতিক পুরস্কার,বলিউড

“আগে দর্শনধারী, পরে গুণবিচারী” – গ্ল্যামদুনিয়ায় প্রতিমুহূর্তে সত্য বলে প্রমাণিত হয় এই প্রবাদ বাক্য। অভিনয়ের মাপকাঠিতে বেশ উপরের দিকে থাকলেও শুধুমাত্র সুদর্শন না হওয়ার দরুণ অনেক অভিনেতাই ‘নায়ক’ হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েন। পাশাপাশি স্বজনপ্রীতির (Nepotism) মত ফ্যাক্টর যে বলিউডে (Bollywood) বেশ প্রকট, তা আর আলাদা করে উল্লেখ করার দরকার পড়ে না। যদিও এরই মধ্যে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী উঠে আসেন ধূমকেতুর মত। ‘দর্শনধারী’ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র অভিনয় দক্ষতা বা তাকলাগানো ব্যক্তিত্বের জোরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)।

আজ থেকে প্রায় ১৯ বছর আগে আমির খান (Aamir Khan) অভিনীত ‘সরফরোজ’ (Sarfarosh) ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেন নওয়াজ। সেই শুরু নওয়াজের পথ চলা। এরপরে নওয়াজ পরিচিতি পান অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (Gangs of Wasseypur) ছবিতে অভিনয় করে। তারপর থেকে সলমন খানের (Salman Khan) সঙ্গে ‘কিক’ (Kick) ছবি হোক বা নেটফ্লিকসের (Netflix) ওয়েব সিরিজ (Web-series) ‘স্যাকরেড গেমস’ (Sacred Games), সবেতেই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন নওয়াজ।

NawazUddin siddiqui,france,international award,Bollywood,নওয়াজউদ্দিন সিদ্দিকী,ফ্রান্স,আন্তর্জাতিক পুরস্কার,বলিউড

প্রথমে পার্শ্ব চরিত্রে অভিনয় পাওয়া এই অভিনেতা এখন বলিউড তথা সারা ভারতের গর্ব।  এবার আন্তর্জাতিক মনকে থেকে নিজের অভিনয়ের জন্য পুরস্কার জিতলেন নওয়াজ। মর্যাদাপূর্ণ ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে পুরস্কার প্রদান করেন আমেরিকান অভিনেতা ভিনসেন্ট ডি পল।

NawazUddin siddiqui,france,international award,Bollywood,নওয়াজউদ্দিন সিদ্দিকী,ফ্রান্স,আন্তর্জাতিক পুরস্কার,বলিউড

ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্যই পুরস্কৃত হন নওয়াজ। নিঃসন্দেহে এটা ভারতের জন্য খুবই গর্বের বিষয়।  তবে এবারই প্রথম নয় , এর আগেও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। বিখ্যাত তুর্কি অভিনেতা ক্যানসেল এলসিনকেও আলিঙ্গন করতে দেখা গেছে নওয়াজউদ্দিনকে। তাকে স্ক্রিন ইন্টারন্যাশনালের সম্পাদক নাইজেল ডালি এবং বেশ কয়েকজন পুরস্কার বিজয়ী পোলিশ পরিচালক জারোস্লাভ মার্সজেভস্কির সাথেও আলাপচারিতা করতে দেখা গেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥