• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কমল হাসানের কারসাজিতেই বাদ যায় নওয়াজউদ্দিনের চরিত্র, “খুব কেঁদেছিলাম”, জানালেন অভিনেতা

বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতাদের দলে যাঁর নাম সবার মুখে মুখে, তিনি হলেন ‘স্যাকরেড গেমস’ খ্যাত নওয়াজউদ্দিন সিদ্দিকী। রুপোলি পর্দায় ছিঁচকে চোরের ভূমিকায় অভিনয় করতেন যে নওয়াজ, সেই যখন ‘রাত অকেলি হ্যায়’-তে পুলিশের ভূমিকায় অভিনয় করেন, তাক লেগে যায় সকলের। নিজের জীবনের স্ট্রাগল হোক বা চড়াই-উৎরাই, সংবাদমাধ্যমে বারংবার এ বিষয়ে মুখ খুলেছেন নওয়াজ। সম্প্রতি নওয়াজ জানিয়েছেন, কমল হাসান এক ছবিতে তাঁর ছোট্ট চরিত্রটি বাদ দেন যার কারণে নওয়াজ মারাত্মক কান্নাকাটিও করেন!

সংবাদমাধ্যমে নওয়াজ জানিয়েছেন, “বহুবার আমার অনেক ছোটখাটো চরিত্র এডিটে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমার জীবনের গুরু কমল হাসানও যখন আমার সাথে এটা করেন, আমি খুব কষ্ট পাই। কমল হাসানের ‘হে রাম’ ছবিতে ওনাকে হিন্দি কথোপকথনে সাবলীল করার দায়িত্ব ছিল আমার। ওই ছবিতেই ছোট্ট একটি চরিত্রের কথা আমাকে বলা হলে আমি খুবই খুশি হই।”

   

নওয়াজ জানিয়েছেন যে কমল হাসানের প্রত্যেক সিনেমাই বেশ কয়েকবার করে দেখে ফেলেছেন উনি। তিনি আরও জানিয়েছেন যে, “সিনেমার গল্প অনুযায়ী, একদল মানুষের ভিড় করে আমাকে মারার কথা এবং ঠিক তখনই কমল হাসান এসে আমাকে বাঁচাবেন। স্যারের সাথে পর্দা ভাগ করে নেওয়ার কথা ভেবেই আমি শিহরিত হয়ে উঠি। যদিও আমার চরিত্রটি বাদ দিয়ে দেওয়া হয়।” তবে নওয়াজ এও জানান, “আমাকে ওনার মেয়ে শ্রুতি যথেষ্ট সান্ত্বনা দেন সেইসময়। আর আমি কমল স্যারের উপর কিকরে রেগে থাকব! আমার ওনার নাম মুখে আনতেও সম্ভ্রম হয় কারণ আমি ওনাকে শ্রদ্ধা করি।”